Molestation in Medical College

কাজ শেখানোর নামে ডাক্তারি পড়ুয়াদের যৌন হেনস্থা! অধ্যাপকের তিন বছরের কারাদণ্ড মহারাষ্ট্রে

অভিযুক্ত অধ্যাপকের নাম শৈলেশ্বর নটরাজন। ঠাণের রাজীব গান্ধী মেডিক্যাল কলেজের শল্যচিকিৎসা বিভাগে শিক্ষকতা করতেন। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে কলেজেরই একাধিক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজ শেখানোর নামে ডাক্তারি পড়ুয়াদের যৌন হেনস্থার ঘটনায় মহারাষ্ট্রের একটি মেডিক্যাল কলেজের প্রাক্তন এক অধ্যাপককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। ১০ বছর আগের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ৬৩ বছর বয়সি ওই চিকিৎসককে সাজা শুনিয়েছে ঠাণের আদালত।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপকের নাম শৈলেশ্বর নটরাজন। ঠাণের কলওয়া এলাকায় রাজীব গান্ধী মেডিক্যাল কলেজের শল্যচিকিৎসা বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন শৈলেশ্বর। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে মেডিক্যাল কলেজেরই একাধিক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনেন। অভিযোগ, শল্যচিকিৎসার নানা পদ্ধতি শেখানোর নামে আপত্তিকর ভাবে তাঁদের স্পর্শ করতেন ওই অধ্যাপক। এর পরেই ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন ডাক্তারি পড়ুয়াদের একাংশ। নির্যাতিতা ছাত্রীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজে বিক্ষোভ মিছিলেরও ডাক দেওয়া হয়। ১০ বছর আগের ওই মামলাতেই পদক্ষেপ করল আদালত।

বৃহস্পতিবার ঠাণের আদালতে ওই মামলার শুনানি শেষে সাজা ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট মোহিনী নানাভারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্ত অধ্যাপককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই সাজা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যৌন হেনস্থার মোকাবিলায় দৃষ্টান্তমূলক হতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement