betting

Online Betting: সংবাদমাধ্যমে অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপন নয়, বার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

বেটিং ও জুয়া খেলা রুখতে কেন্দ্র সরকারের পদক্ষেপ। সংবাদমাধ্যমকে এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত থাকতে পরামর্শ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৮:১১
Share:

সেই বিজ্ঞপ্তি।

অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিজ্ঞাপন রুখতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সংবাদপত্র, বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যম যাতে এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত থাকে, সে ব্যাপারে সোমবার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের অধিকাংশ এলাকায় বেটিং ও জুয়া খেলা বেআইনি বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রকের ওই বার্তায়। এই ধরনের বিজ্ঞাপনে উপভোক্তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা যে থাকে, সে বিষয়টিও উত্থাপন করা হয়েছে।

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই এই পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে অনলাইন বেটিং ওয়েবসাইটগুলির রমরমার প্রেক্ষিতে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেটিং ও জুয়া খেলা দেশের অধিকাংশ প্রান্তে বেআইনি। পাশাপাশি এর সঙ্গে উপভোক্তাদের আর্থ-সামাজিক ক্ষেত্রের ঝুঁকির দিকটিও রয়েছে। বিশেষত, শিশু ও তরুণ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ।’

উল্লেখ্য, খেলা চলাকালীন প্রায়শই নানা বেটিং-চক্রের পর্দা ফাঁস হয়ে থাকে। গত আইপিএলেও এই ধরনের নানা অভিযোগ সামনে এসেছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement