সেই বিজ্ঞপ্তি।
অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিজ্ঞাপন রুখতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সংবাদপত্র, বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যম যাতে এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত থাকে, সে ব্যাপারে সোমবার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের অধিকাংশ এলাকায় বেটিং ও জুয়া খেলা বেআইনি বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রকের ওই বার্তায়। এই ধরনের বিজ্ঞাপনে উপভোক্তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা যে থাকে, সে বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই এই পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে অনলাইন বেটিং ওয়েবসাইটগুলির রমরমার প্রেক্ষিতে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।
মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেটিং ও জুয়া খেলা দেশের অধিকাংশ প্রান্তে বেআইনি। পাশাপাশি এর সঙ্গে উপভোক্তাদের আর্থ-সামাজিক ক্ষেত্রের ঝুঁকির দিকটিও রয়েছে। বিশেষত, শিশু ও তরুণ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ।’
উল্লেখ্য, খেলা চলাকালীন প্রায়শই নানা বেটিং-চক্রের পর্দা ফাঁস হয়ে থাকে। গত আইপিএলেও এই ধরনের নানা অভিযোগ সামনে এসেছিল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ