অস্ত্রোপচারের পরেই সংক্রমণের জেরে মৃত্যু হল কিশোরের। — প্রতিনিধিত্বমূলক ছবি।
পেট থেকে বেরোল ব্লেড, ব্যাটারি, স্ক্রু-সহ প্রায় ৬৫টি বস্তু! অস্ত্রোপচারের পরেই সংক্রমণের জেরে মৃত্যু হল কিশোরের। সম্প্রতি খাস রাজধানী দিল্লিতে ঘটনাটি ঘটেছে।
দ্য টাইম্স অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সফদরজং হাসপাতালে পাঁচ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে ১৪ বছরের এক কিশোরের। মৃত কিশোর উত্তরপ্রদেশের হাথরসের বাসিন্দা। সম্প্রতি পেটব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরকে প্রথমে আগ্রা হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে একাধিক হাসপাতাল ঘুরে শেষে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানেই অস্ত্রোপচারে তার পেট থেকে বেরোয় স্ক্রু, ব্লেড, ব্যাটারির মতো আরও ৬৫টি জিনিস! কিন্তু অস্ত্রোপচার সফল হলেও শেষমেশ অন্ত্রের সংক্রমণে মৃত্যু হয় তার।
চিকিৎসকদের অনুমান, অতীতে কোনও সময় ওই জিনিসগুলি গিলে ফেলেছিল ওই কিশোর। হয়তো কোনও মানসিক সমস্যা থেকে এই স্বভাবের সূত্রপাত। তবে তার বাবা জানাচ্ছেন, অতীতে তাঁর ছেলের কোনওরকম শারীরিক কিংবা মানসিক সমস্যা ছিল না। গত মাসের মাঝামাঝি হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। সঙ্গে পেটে ব্যথা। তখনই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বাবা-মা। সেখানে আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায়, তার পেটের ভিতর ১৯টি বস্তু আটকে রয়েছে! এর পর তাকে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গেলে পরীক্ষার পর জানা যায়, ১৯টি নয়, আটকে থাকা বস্তুর সংখ্যা প্রায় ৬৫টি। এর পরেই শুরু হয় অস্ত্রোপচার। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় কিশোরের।