Mutual Fund Investment Tips

ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? কিন্তু কী ভাবে জানেন?

মিউচুয়াল ফান্ডগুলি একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিয়োর বিনিয়োগ করে, যেমন স্টক, বন্ড বা উভয়ের মিশ্রণ। এই বৈচিত্র্যময় বরাদ্দ বিভিন্ন সম্পদে ঝুঁকি ছড়িয়ে দিতে সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:১৬
Share:

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

অর্থ সঞ্চয়ের অন্যতম উপায়গুলির একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। কিন্তু কখনও ভেবে দেখেছেন মিউচুয়াল ফান্ড কী ভাবে কাজ করে?

Advertisement

ফান্ড পুলিং - মিউচুয়াল ফান্ড বহু বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি যৌথ বিনিয়োগ তহবিল তৈরি করে। প্রত্যেক বিনিয়োগকারী শেয়ার কেনেন এবং তহবিলের মোট মূল্য নেট সম্পদ মূল্যের (এনএভি) উপরে ভিত্তি করে গণনা করা হয়।

প্রফেশনাল ম্যানেজমেন্ট - দক্ষ পোর্টফোলিয়ো ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডের তত্ত্বাবধান করেন এবং ফান্ডের লক্ষ্য পূরণে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। সর্বোচ্চ রিটার্ন পাওয়ার উদ্দেশ্যে তাঁরা সম্পদ বরাদ্দকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ করেন।

Advertisement

বৈচিত্র্যকরণ - মিউচুয়াল ফান্ডগুলি একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিয়োর বিনিয়োগ করে, যেমন স্টক, বন্ড বা উভয়ের মিশ্রণ। এই বৈচিত্র্যময় বরাদ্দ বিভিন্ন সম্পদে ঝুঁকি ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলস্বরূপ, কোনও একটি বিনিয়োগ যদি খারাপ ফল দেয়, সে ক্ষেত্রে বৈচিত্র্যকরণের মাধ্যমে অন্য বিনিয়োগের লাভ সংশ্লিষ্ট বিনিয়োগের লোকসান বা দুর্বল কর্মক্ষমতার প্রভাব কমিয়ে দেয়।

বিনিয়োগকারীর শেয়ার - যখন এক জন ব্যক্তি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন নিজের বিনিয়োগের পরিমাণের সমানুপাতিক শেয়ার কেনেন তিনি। এক জন বিনিয়োগকারীর কাছে যত শেয়ার আছে, তার সংখ্যা সামগ্রিক তহবিলে তাদের শেয়ারে মালিকানা বোঝায়।

নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) - এনএভি হল মিউচুয়াল ফান্ডের শেয়ার প্রতি বাজারমূল্য। ফান্ডের পোর্টফোলিয়োতে থাকা সমস্ত সম্পদের মোট মূল্যকে বকেয়া শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে এটি গণনা করা হয়। বিনিয়োগকারীরা এনএভি মূল্যে মিউচুয়াল ফান্ডের শেয়ার ক্রয় বা বিক্রি করেন।

মূল্য পরিবর্তন - সম্পদের দাম ওঠানামা করে, এনএভি-ও পরিবর্তিত হয়। যদি বিনিয়োগ ভাল ভাবে কাজ করে, তা হলে এনএভি বেড়ে যায়। যদি ভাল ভাবে কাজ না করে, তা হলে এনএভি কমে যায়।

ক্রয়-বিক্রয় - বিনিয়োগকারীরা প্রতিটি ট্রেডিং দিনের শেষে এনএভি মূল্যে তাঁদের মিউচুয়াল ফান্ডের শেয়ার কিনতে বা বেচতে পারেন। এর অর্থ আপনি আপনার শেয়ার বিক্রি করার সময়ে যে মূল্য পাবেন, তা সেই দিনের বাজার বন্ধের এনএভি-র উপরে নির্ভর করে।

ফি - বিনিয়োগ পরিচালনার জন্য মিউচুয়াল ফান্ডে ফি দিতে হয়। এই ফি-গুলির মধ্যে ম্যানেজমেন্ট ফি, প্রশাসনিক খরচ এবং কখনও কখনও এক্সিট লোড অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ফি-গুলি আপনার সামগ্রিক আয়কে প্রভাবিত করতে পারে।

লিকুইডিটি - মিউচুয়াল ফান্ডগুলি লিকুইডিটি প্রদান করে কারণ বিনিয়োগকারীরা যে কোনও কর্মদিবসে এনএভি-তে শেয়ার কেনাবেচা করতে পারেন।

এই সম্পর্কে সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৮ জানুয়ারি একটি ওয়েবিনারের আয়োজন করতে চলেছে।

ওয়েবিনারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। ওয়েবিনারটির সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিষেক কর। মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে ঠিক দুপুর ১টায়। যোগ দিতে পারেন আপনিও।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement