মাদক বিক্রির অভিযোগে জম্মুতে গ্রেফতার এক পুলিশকর্মী। — প্রতীকী চিত্র।
জম্মু ও কাশ্মীরে মাদক বিক্রির অভিযোগে বুধবার গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজের চত্বর থেকে মাদক বিক্রির অভিযোগ হাতেনাতে পাকড়াও করা হয়েছে তাঁকে। ধৃত পুলিশকর্মীর নাম মহম্মদ মুখতিয়ার। ওই কনস্টেবল উধমপুর জেলার বাসিন্দা। চলতি মাসে মাদক পাচারের অভিযোগে এই নিয়ে দ্বিতীয় কোনও পুলিশকর্মী গ্রেফতার হলেন জম্মুতে।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল ওই কনস্টেবলের গতিবিধির বিষয়ে। সেই মতো নজর রাখা হচ্ছিল তাঁর উপর। মুখতিয়ার জম্মু ও কাশ্মীরের সশস্ত্র পুলিশ বাহিনীর ১২ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মরত ছিলেন শ্রীনগরে। শ্রীনগরে থেকে জম্মুতে তিনি মাদক বিক্রি করতে এসেছিলেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, বুধবার একটি বাইকে চেপে মেডিক্যাল কলেজে প্রবেশ করেছিলেন মুখতিয়ার। মেডিক্যাল কলেজ লাগোয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সেই সময় তাঁকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিতে ওই কনস্টেবলের থেকে ১৫ গ্রাম হেরোইন এবং নগদ ন’হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ জম্মুতে সক্রিয় মাদক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন মুখতিয়ার।
গত সপ্তাহের বুধবারও মাদক-সহ ধরা পড়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের অপর এক কনস্টেবল। পারওয়াইজ় ইকবাল নামে ওই পুলিশকর্মীর সঙ্গে ধরা পড়েছিলেন দুই মহিলাও। তাঁদের থেকে উদ্ধার হয়েছিল ৩৩ গ্রাম হেরোইন। ইকবাল জম্মু ও কাশ্মীর পুলিশের অপরাধদমন শাখায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত, এর আগে গত অগস্ট মাসেও পাঁচ পুলিশকর্মী এবং এক সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।