Narendra Modi

‘মোদীকে শান্তির নোবেলের দাবিদার বলিনি’! নরওয়ে পুরস্কার কমিটির কর্তার আঙুল জাল টুইটের দিকে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ‘ভূমিকা’ নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হতে পারে বলে প্রকাশিত খবর খারিজ করলেন নোবেল কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৮:০০
Share:

ভারত সফরে এসে একাধিক সংবাদমাধ্যমের সামনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন তোজো। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কারের ‘সম্ভাব্য দাবিদার’ বলেননি তিনি। বৃহস্পতিবার এই দাবি করলেন, ভারত সফরকারী নোবেল প্রতিনিধিদলের প্রধান তথা নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো।

Advertisement

এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘ভুয়ো’ বলেছেন তিনি। পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই-কে অ্যাসলে বলেন, ‘‘একটি ভুয়ো খবরের টুইট পাঠানো হয়েছিল। বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা উচিত।’’ বিষয়টি নিয়ে আলোচনা বন্ধের পক্ষেও সওয়াল করেন তোজো।

ভারত সফরে এসে একাধিক সংবাদমাধ্যমের সামনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন তোজো। যদিও তাতে নোবেল শান্তি পুরস্কারের কোনও প্রসঙ্গ ছিল না বলে দাবি করে নোবেল কমিটির ওই কর্তার মন্তব্য, ‘‘আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement