সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ ইন্দো-চিন সীমান্তে যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ সেনাপ্রধানের দাবি, ‘‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সৈন্যরাও কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’
লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ফাইল ছবি
সেনাপ্রধান হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। রবিবার সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন সীমান্ত এলাকায় চিনকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ ইন্দো-চিন সীমান্তে যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ সেনাপ্রধানের দাবি, ‘‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সৈন্যরাও কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’
তবে যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় সেনা যে প্রস্তুত রয়েছে তা জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা ওই এলাকায় অতিরিক্ত সৈন্য এবং অস্ত্র মজুত করেছি। এর সঙ্গে পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দেওয়া হয়েছে।’’
সেনাপ্রধান জানিয়েছেন, ভারত চিনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তাঁরা আশা, দ্রুত বিবদমান বিষয়গুলির সমাধানসূত্র পাওয়া যাবে।
ইউক্রেন-রাশিয়া নিয়েও সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করেছেন মনোজ পাণ্ডে। তাঁর মতে ভারতের উচিত এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সক্ষমতা বিকাশের দিকে জোর দেওয়া।