Shahrukh Khan

Shah rukh khan: ঝলসানো রোদ! সূর্যের তেজ কমাতে ডাক পড়ল শাহরুখ খানের

সূর্যকে কেমন অনায়াসে 'মধ্যম' করে দিয়েছিলেন শাহরুখ খান! তেমনটা আবার হতে পারে না?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৯:৪৮
Share:

শাহরুখ খান কী না পারেন!

সূর্য যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে! দেশে এ বার যা গরম পড়েছে, তাতে প্রাণ ওষ্ঠাগত সকলের। তাপমাত্রার পারদ কবে যে একটু নামবে, সেই প্রতীক্ষায় চাতকের মতো আকাশপানে চেয়ে আছেন ক্রান্তীয় অঞ্চলের মানুষ। নেটদুনিয়ায় আবহাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তবে রবিবার এক টুইটার ব্যবহারকারীর পোস্ট সকলের নজর কাড়ল।

সৃষ্টি পাণ্ডে নামের সেই মহিলা শাহরুখ খানের ভক্ত। তাই প্রবল দাবদাহের দিনেও পরিত্রাতা রূপে তাঁর প্রিয় অভিনেতার কথাই মনে পড়েছে। কী রকম?

Advertisement

'কভি খুশি কভি গম' ছবির সেই গান মনে পড়ে? যেখানে শাহরুখ দরদ দিয়ে গাইছিলেন 'সূরজ হুয়া মধ্যম চাঁদ জ্বলনে লগা', সৃষ্টি চাইলেন সেই ভূমিকায় সত্যিই আবার আবির্ভূত হোন তাঁর প্রিয় অভিনেতা। এসে সূর্যের আঁচ একটু কমিয়ে দিয়ে যান। সূর্য 'মধ্যম' হয়ে আকাশ চাঁদের আলোয় ভাসলে মন্দ কী! দাবদাহের দিন ছোট হয়ে রাত বড় হোক, এটুকুই তাঁর প্রার্থনা।

শুধু তাই নয়, টুইটারে পোস্টটি করে তিনি ট্যাগ করলেন সোজা শাহরুখকেই। এই পোস্ট নিমেষে ভাইরাল। হাজার হাজার মানুষ ভালোবাসায় ভরিয়ে দিলেন। মন্তব্যের বন্যায় স্মৃতিকাতর অনেকেই। ২০০১-এর সেই তুমুল জনপ্রিয় ছবি এই টুইটের দৌলতে যে বহু মানুষেরই মানসলোকে উঁকি দিয়েছে, তা জানাতে ভোলেনননি শাহরুখ-অনুরাগীরা। নতুন প্রজন্মও এমন প্রস্তাবে তাঁদের পছন্দ জানিয়ে রাখছেন অকাতরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement