Jharkhand

ঝাড়খণ্ডে নাবালিকাকে ধর্ষণ, হাসপাতালে মৃত্যু! অভিযুক্তকে মারধর করলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা

খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিছু ক্ষণের মধ্যেই হাসপাতাল চত্বরে জড়ো হন শয়ে শয়ে গ্রামবাসী। তাঁরা অভিযুক্তকে ঘিরে ধরে মারধর করতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১০:০৫
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধর্ষণের পর নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঝাড়খণ্ডের হাসপাতালে। অভিযুক্তকে ঘিরে ধরে মারধর করলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। শেষে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই নাবালিকাকে বাড়ির অদূরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে অচেতন অবস্থায় পাওয়া যায়। পোশাক অবিন্যস্ত ছিল তার। শরীরে একাধিক আঘাতের চিহ্নও ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চম্পুয়ার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে জড়ো হন শয়ে শয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী। তাঁরা অভিযুক্তকে ঘিরে ধরে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় পুলিশের তিনটি দল। তারাই এসে কোনও মতে অভিযুক্তকে উদ্ধার করে।

Advertisement

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনারায়ণ তিওয়ারি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘স্থানীয়েরা জানাচ্ছেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তার পোশাক ছেঁড়া ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। গ্রামবাসীদের অভিযোগ, ধর্ষণের পরেই মৃত্যু হয়েছে নাবালিকার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’ পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ওই নাবালিকার মৃত্যু হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement