Novak Djokovic

অস্ট্রেলিয়ান ওপেনে বিতর্ক, ম্যাচ জিতে কথাই বললেন না জোকোভিচ, নিজেই জানালেন আসল কারণ

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতে কার্লোস আলকারাজ়ের সামনে পড়েছেন নোভাক জোকোভিচ। রবিবার জিতলেও ম্যাচের পর কথা বললেন না। সন্ধ্যায় নিজেই সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে কথা না বলার কারণ ব্যাখ্যা করেছেন জোকোভিচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪০
Share:

নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জিতে কার্লোস আলকারাজ়ের সামনে পড়েছেন নোভাক জোকোভিচ। তবে রবিবার স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও ম্যাচের পর কথা বললেন না তিনি। সে কারণে সমর্থকদের বিদ্রুপও শুনতে হয়েছে তাঁকে। তবে রবিবার সন্ধ্যায় নিজেই সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে কথা না বলার কারণ ব্যাখ্যা করেছেন জোকোভিচ। জানিয়েছেন, এক অস্ট্রেলীয় সাংবাদিকের প্রতি ক্ষুব্ধ বলেই কথা বলেননি। যদি সেই সাংবাদিক বা চ্যানেলের তরফে ক্ষমা না চাওয়া হয় তা হলে আর কথা বলবেন না।

Advertisement

এ দিন জিরি লেহেচকাকে হারানোর পর প্রথামতো জোকোভিচের সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন সঞ্চালক তথা প্রাক্তন খেলোয়াড় জিম কুরিয়র। তবে জোকোভিচ মাইক নিয়ে বলে দেন, “আজ খেলা দেখতে আসার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনে আমি আপ্লুত। পরের রাউন্ডে আপনাদের সঙ্গে দেখা হবে।” আর কিছু না বলে কোর্ট থেকে বেরিয়ে যান।

অনেকে ভেবেছিলেন, দর্শকদের একাংশের আচরণে ক্ষুব্ধ হয়েই কথা বলেননি জোকোভিচ। আগের ম্যাচেও তাঁকে দর্শকদের প্রতিকূল আচরণের সামনে পড়তে হয়েছিল। জোকোভিচ কোর্ট ছেড়ে বেরনোর সময় তাঁকে অনেকে বিদ্রুপও করেন। ব্যাঙ্গাত্মক শিস দেন।

Advertisement

তবে স্থানীয় সময় মধ্যরাতে একটি ভিডিয়োয় জোকোভিচ বলেন, “আপনারা অনেকেই হয়তো ভাবছেন কেন কথা বললাম না। আসলে অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী চ্যানেলের এক ধারাভাষ্যকার এবং সাংবাদিক সার্বিয়ার সমর্থকদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেছেন এবং আমাকেও খারাপ কথা বলেছেন। তিনি এখনও নিজের কাজের জন্য জনসমক্ষে ক্ষমা চাননি। চ্যানেল নাইনও তাই। যে হেতু ওরা সম্প্রচারকারী, তাই চ্যানেল নাইনকে সাক্ষাৎকার দিইনি।”

জোকোভিচের সংযোজন, “জিম কুরিয়র বা অস্ট্রেলিয়ার সমর্থকদের প্রতি কোনও রাগ নেই। খুব অদ্ভুত পরিস্থিতি ছিল কোর্টে। দর্শকদের কাছেই আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। তবে সেই পরিস্থিতি এবং সময় ছিল না। আমি গোটা ব্যাপারটা চ্যানেল নাইনের উপরে ছেড়ে দিলাম। দেখা যাক ওরা কী করে।”

সম্প্রতি চ্যানেল নাইনের সাংবাদিক টনি জোন্সের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে সার্বিয়ার সমর্থকদের উল্লাস করতে দেখে তিনি বেশ কিছু কথা বলেছেন। সেই ভিডিয়োর কথাই জোকোভিচ বলেছেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement