Rat

তেলঙ্গানায় ১৫ বার ইঁদুরের কামড়! জলাতঙ্কের টিকার ওভারডোজ়ে পক্ষাঘাতগ্রস্ত দশম শ্রেণির ছাত্রী

চলতি বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যে অন্তত ১৫ বার ইঁদুর কামড়ে দেয় লক্ষ্মীকে। প্রতি বারই তাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছিল। গত মাসের শেষে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Share:

ইঁদুরের কামড়ে পক্ষাঘাত ছাত্রীর। ছবি: সংগৃহীত।

ইঁদুরের উপদ্রব স্কুলের হস্টেলে। আট মাসে ১৫ বার ইঁদুরের কামড় খেয়েছিল দশম শ্রেণির ছাত্রী। প্রতি বার নিতে হয়েছিল জলাতঙ্কের টিকাও। এ বার সেই টিকার ওভারডোজ়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল ছাত্রী। সম্প্রতি তেলঙ্গানায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রান্ত ছাত্রীর নাম লক্ষ্মীভবাণী কীর্তি। তেলঙ্গানার খাম্মামের দানভাইগুডেমের এক ছাত্রাবাসে থাকত সে। অভিযোগ, চলতি বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যে অন্তত ১৫ বার ইঁদুর কামড়ে দেয় লক্ষ্মীকে। প্রতি বারই তাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছিল। গত মাসের শেষে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ডান পা এবং হাতে পক্ষাঘাত দেখা দেয়। এর পরেই অভিযোগ তুলেছে লক্ষ্মীর পরিবার। তাঁদের দাবি, এত কম সময়ের ব্যবধানে এত বার প্রতিষেধক দেওয়ায় ওভারডোজ়ের কারণেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে ওই ছাত্রী।

বর্তমানে তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী পুবওয়াড়া অজয় কুমারের নির্দেশে হাসপাতালে বিনামূল্যে ওই ছাত্রীর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে স্নায়ু এখনও দুর্বল। অন্য দিকে, খবর প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। সরকারি আবাসিক বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement

অন্য দিকে, ওই ছাত্রাবাসের অন্য আবাসিক পড়ুয়াদের অনেকেই গত কয়েক মাসে একাধিকবার ইঁদুরের কামড় খেয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, ইঁদুরের উপদ্রব নিয়ে বার বার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এখন লক্ষ্মীর পরিণতি দেখার পর আতঙ্কিত হয়ে পড়েছে তারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement