Pune

সমাজমাধ্যমে প্রভাবিত হয়ে তিন বছরের খুদেকে যৌন হেনস্থার অভিযোগ, পুণেতে আটক ন’বছরের বালক

জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, সমাজমাধ্যম দেখেই এ সব ‘শিখেছিল’ সে। আর তার অনুকরণ করতে গিয়েই বিপত্তি। শিশু অধিকার রক্ষা কর্মীদের উপস্থিতিতে নির্যাতিতার বয়ান সংগ্রহ করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

তিন বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে নয় বছরের এক বালককে আটক করল পুলিশ! রবিবার মহারাষ্ট্রের পুণেতে ঘটনাটি ঘটেছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সমাজমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে শিশুটি ওই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত শিশুটির বাবা-মাকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তের পরিবার একই পাড়ার বাসিন্দা। অভিযুক্ত স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। একই এলাকায় বসবাসের সূত্রে দীর্ঘ দিন ধরেই পরস্পরকে চিনত দুই পরিবার। একে অপরের বাড়িতেও ছিল অবাধ যাতায়াত। অভিযোগ, রবিবার বাড়ির অদূরে শিশুকে একা পেয়ে যৌন হেনস্থা করে সে। শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। এর পরেই তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার।

অভিযোগের ভিত্তিতে ওই বালককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ওই বালক জানিয়েছে, সমাজমাধ্যম দেখেই এ সব ‘শিখেছিল’ সে। আর তার অনুকরণ করতে গিয়েই বিপত্তি। শিশু অধিকার রক্ষা কর্মীদের উপস্থিতিতে নির্যাতিতা শিশুটির বয়ান সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement