নাগাল্যান্ডের বাজারে আগুন। ছবি: টুইটার।
বাজারে আগুন। সোমবার নাগাল্যান্ডের রাজধানীর কোহিমার বিখ্যাত মাও বাজারে এই কাণ্ড ঘটেছে। প্রায় দু’ঘণ্টা ধরে আগুন জ্বলে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। যদিও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যাবেলা আচমকাই আগুন লাগে। ভিড় বাজারে হইচই পড়ে যায়। এখনও কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি সিআরপিএফ, অসম রাইফেলস, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে। নাগাল্যান্ড পুলিশের ডিজি রুপিন শর্মা জানিয়েছেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।