গত চার মাসে বিপুল গ্রাহক হারিয়েছে রিলায়্যান্স জিয়ো। —প্রতীকী চিত্র।
জুলাই থেকে একাধিক বার মাসুল বৃদ্ধি। সেই সঙ্গে প্রতিযোগী সংস্থাগুলির ৪জি এবং ৫জি স্পেকট্রাম নির্ভর পরিষেবার পরিকাঠামোগত উন্নতি— জোড়া কারণে গত চার মাসে বিপুল গ্রাহক হারিয়েছে রিলায়্যান্স জিয়ো। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবরে এই তালিকায় শীর্ষে রয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। এই সময়ের মধ্যে তারা ১.৬৫ কোটি গ্রাহক হারিয়েছে। শুধু অক্টোবরে হারিয়েছে ৩৭.৬ লক্ষ। সাম্প্রতিক অতীতে বিএসএনএল ছাড়া আর কোনও সংস্থা এত গ্রাহক হারায়নি। যদিও ট্রাইয়ের তথ্য, অক্টোবরে ৫ লক্ষ নতুন গ্রাহক জোগাড় করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। আর আলোচ্য চার মাসে তারা যোগ করেছে নিট ৬৯ লক্ষ গ্রাহক।
যদিও সামগ্রিক ভাবে গ্রাহক সংখ্যার বিচারে জিয়ো এখনও শীর্ষে রয়েছে (৪৬ কোটি)। অক্টোবরে ভোডাফোন আইডিয়া (ভি) ২০ লক্ষ গ্রাহক হারালেও ১৯.৩ লক্ষ যোগ করেছে ভারতী এয়ারটেল।