Kota

‘আমার ট্র্যাক্টর ফেরত দিন, নয়তো...’, মোবাইল টাওয়ারে উঠে পুলিশকে হুমকি যুবকের

বছর ছাব্বিশের রোহন গুরজার নামে এক যুবকের বিরুদ্ধে নির্মাণ সামগ্রী চুরি করে অবৈধ ভাবে পাচার করার অভিযোগ ওঠে। রবিবার কোটার নিমোড়া হারজি গ্রামে তাঁর ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:৫২
Share:

— প্রতীকী ছবি।

অবৈধ ভাবে নির্মাণসামগ্রী পাচারের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর ট্র্যাক্টর। কেন তাঁর ট্র্যাক্টর আটকে রাখা হল, সেই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা বাধান ওই যুবক। তার পর আচমকাই তরতরিয়ে উঠে পড়েন একটি মোবাইলের টাওয়ারে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজস্থানের কোটায়। টাওয়ারের উপর থেকে ওই যুবক হুমকি দেন, যদি তাঁর ট্র্যাক্টর ফিরিয়ে দেওয়া না হয়, তবে ঝাঁপ মেরে আত্মহত্যা করবেন!

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের রোহন গুরজার নামে এক যুবকের বিরুদ্ধে নির্মাণসামগ্রী চুরি করে অবৈধ ভাবে পাচার করার অভিযোগ ওঠে। বেশ কয়েক দিন ধরে এমন কাজ করছেন তিনি। রবিবার কোটার নিমোড়া হারজি গ্রামে তাঁর ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। তার পরই রোহন উঠে পড়েন গ্রামের পাশে থাকা এক মোবাইল টাওয়ারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের আধিকারিক এবং বন দফতরের কর্মীরা।

মোবাইল টাওয়ার থেকে নামার জন্য রোহনকে অনুরোধ করে পুলিশ। কিন্তু কিছুতেই রাজি হন না তিনি। তাঁর দাবি না মিটলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন বার বার। শেষ পর্যন্ত এসএইচও ট্র্যাক্টর ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তিনি রোহনকে আরও জানান, রোহনের বিরুদ্ধে কোনও পদক্ষেপও করা হবে না। বহু টালবাহানার পর পুলিশের থেকে আশ্বাস পাওয়ায় মোবাইল টাওয়ার থেকে নেমে আসেন রোহন।

Advertisement

পুলিশ জানিয়েছে, দু’ঘণ্টার বেশি সময় ধরে টাওয়ারের উপর বসেছিলেন রোহন। পরে ট্র্যাক্টর ফেরত পাওয়ার আশ্বাস মেলায় নীচে নেমে আসেন তিনি। তাঁর বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেখানেই দেখা যাচ্ছে, মোবাইল টাওয়ারের উপরে বসে রোহন পুলিশের সঙ্গে কথা বলছেন। মাঝেমাঝেই ঝাঁপ মারার হুঁশিয়ারি দিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement