রাজস্থানের এক বিয়েবাড়িতে গাড়ির ধাক্কায় আহত অন্তত সাত জন। — প্রতীকী চিত্র।
রাজস্থানের দাউসায় বিয়েবাড়িতে গোলমালের জেরে পর পর সাত জনকে গাড়ির তলায় পিষে দেওয়ার অভিযোগ পাত্রের এক আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। দাউসার লাড়পুরা গ্রামে কনের বাড়ি। কনের আত্মীয়েরা বিয়ের মণ্ডপের সামনে বাজি ফাটাচ্ছিলেন। সেই সময়ে বরযাত্রীর লোকেরা সেখানে পৌঁছন এবং বাজি ফাটানোয় আপত্তি জানান তাঁরা। অভিযোগ, তা নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয় এবং পরিস্থিতি ক্রমে তপ্ত হতে থাকে। একটি পর্যায়ে সাত জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি বরযাত্রী দলের সঙ্গেই ছিলেন। তিনি একটি চার চাকার গাড়িতে ছিলেন। যেখানে কনের আত্মীয়েরা বাজি ফাটাচ্ছিলেন, সেখানেই তিনি গাড়ি রাখতে চাইছিলেন। তা নিয়ে বচসা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুর্ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশ কয়েক জন আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন।
আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। রাতের ওই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রবিবার রাতে ওই ঘটনার সময় অভিযুক্তের গাড়ির নম্বর প্লেটটি খুলে পড়ে গিয়েছিল। সেটিও পুলিশ উদ্ধার করেছে। সূত্রের খবর, নম্বর প্লেটটি সাওয়াই মাধোপুর জেলার। পাত্রপক্ষ এবং কনেপক্ষের লোকেদের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করছেন পুলিশকর্মীরা। অতিরিক্ত পুলিশ পুলিশ দীনেশ আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।