S Jaishankar on Pakistan

‘ক্যানসারের মতো রাজনীতিকে গ্রাস করছে’! জঙ্গি-মদত প্রশ্নে পাকিস্তানকে বিঁধলেন জয়শঙ্কর

বিদেশমন্ত্রীর কথায়, ‘‘আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ব্যতিক্রম। কারণ, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপে মদত দেয়। সেই ক্যানসার এখন পাকিস্তানের নিজের রাজনীতিকেই গ্রাস করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

পাকিস্তানকে এ বার ক্যানসারের সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার মুম্বইয়ে তিনি বলেন, ‘‘এই ক্যান্সার এ বার ওদেরই গ্রাস করছে।’’

Advertisement

বিদেশমন্ত্রীর কথায়, ‘‘আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ব্যতিক্রম। কারণ, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপে মদত দেয়। সেই ক্যানসার এখন পাকিস্তানের নিজের রাজনীতিকেই গ্রাস করছে। সমগ্র উপমহাদেশের স্বার্থে পাকিস্তানের এই নীতি ত্যাগ করা উচিত।’’ বক্তৃতায় ভারতের বিদেশনীতি নিয়েও অবস্থান স্পষ্ট করেন জয়শঙ্কর। তিনি জানান, ভারতের বিদেশনীতি তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। যথাক্রমে, পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ।

সদ্য স্পেন সফর থেকে ফিরেছেন জয়শঙ্কর। সূত্রের খবর, সফরে স্পেনের বিদেশমন্ত্রী ম্যানুয়েল আলবারেসের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। এর পর আগামী ২০ জানুয়ারি, সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই ভারত সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করবেন বিদেশমন্ত্রী। কথা বলবেন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement