রাস্তার উপর ঘুরছে গরু। ছত্তীসগঢ়ে রাস্তার উপর উঠে আসা গরুকে বাঁচাতে গিয়ে বেশ কিছু পথ দুর্ঘটনা ঘটেছে গত কয়েক বছরে। — প্রতীকী চিত্র।
পথ দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে এ বার রায়পুরে রাস্তায় ঘুরে বেড়ানো (মালিকানাহীন) গরুর শিং রং করার সিদ্ধান্ত নিয়েছে ছত্তীসগঢ় সরকার। গত আড়াই বছরে ছত্তীসগঢ়ে ৩০৮টি পথ দুর্ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, রাস্তার উপর আচমকা গরু চলে এসেছিল। সেই গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে রাতের দিকে এই ধরনের দুর্ঘটনা বেশি ঘটেছে। এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনা এড়াতে ছত্তীসগঢ়ের পশুপালন দফতর সিদ্ধান্ত নিয়েছে, মালিকানাহীন গরুর শিং রং করা হবে। রায়পুরের গুরুত্বপূর্ণ সড়কগুলির আশপাশের অঞ্চলেই আপাতত এই পদক্ষেপ করা হচ্ছে।
২০২২ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ছত্তীসগঢ়ে ৩০৮টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩১ জনের। আহত হয়েছেন অন্তত ৬৪ জন। সরকারি হিসাবে গত আড়াই বছরে বস্তারে মাওবাদী হিংসায় যত সাধারণ মানুষের মৃত্যু (১১৫ জন) হয়েছে, তার থেকেও বেশি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছত্তীসগঢ়ে। সম্প্রতি সে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব নীহারিকা বারিক অন্য দফতরগুলিকে অনুরোধ জানিয়েছিলেন পথ দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। এর পরেই পশুপালন দফতর থেকে নির্দেশ দেওয়া হয়, রায়পুরের রাস্তায় মালিকানাহীন গরুর শিং রং করার জন্য।
পশুপালন দফতর জানিয়েছে, ভাল মানের উজ্জ্বল রং করতে হবে শিঙে। যাতে রাতে গাড়ি চালানোর সময় দূর থেকে ওই রং দেখে চালকেরা সতর্ক হতে পারেন। পাশাপাশি শহরের বাইরে রাস্তাতেও যাতে গরু না উঠে আসে, সে বিষয়ে গ্রামবাসীদের সজাগ করতে বলা হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে ঘুরে ছোট সভা করারও কথাও বলেছে পশুপালন দফতর।