কেরলের রাস্তায় জ্বলছে সেই গাড়ি। এর ভিতরেই ঝলসে মৃত্যু হয়েছে মহিলার। ছবি: সংগৃহীত।
স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল প্রৌঢ়কে। স্ত্রী যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে ইচ্ছাকৃত ভাবে আগুন ধরিয়ে দেন তিনি। দাম্পত্যকলহের কারণেই এই হত্যাকাণ্ড, প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। স্ত্রীর গাড়িতে আগুন ধরিয়ে প্রৌঢ় নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তার পর তাঁকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি কেরলের কোল্লম জেলার। মৃতের নাম অনিলা (৪৪)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি অন্য এক যুবকের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন। তখন বাধা দেন তাঁর স্বামী পদ্মরাজন। তিনি নিজে একটি ভ্যান চালিয়ে স্ত্রীর গাড়ির পিছু নিয়েছিলেন। একসময়ে গাড়িটিকে ধাক্কা মারেন তিনি। চালকের আসনেই ছিলেন অনিলা। সরাসরি তাঁকে ধাক্কা মারার পর গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। অনিলার সঙ্গে যে যুবক গাড়িতে ছিলেন, তাঁর দেহের একাংশও পুড়ে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্ত্রীকে মেরে কোল্লম পূর্ব থানায় গিয়ে ধরা দেন অভিযুক্ত। নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দম্পতির মধ্যে আর্থিক কারণে বচসা চলছিল। প্রৌঢ়ের স্ত্রী নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন। নিজের চেষ্টায় তিনি একটি বেকারি খুলেছিলেন। এই ব্যবসায় হানিস নামের এক যুবক তাঁর সহায়তা করেন। তাতেই আপত্তি ছিল প্রৌঢ়ের। যে দিন তিনি স্ত্রীর গাড়িতে আগুন ধরিয়ে দেন, ভেবেছিলেন হানিসই রয়েছেন ওই গাড়িতে। কিন্তু পরে দেখা যায় অন্য এক যুবক গাড়িতে ছিলেন। সন্দেহের বশে এবং স্ত্রীর উপর ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলে মনে করছেন তদন্তকারীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সমগ্র ঘটনাটি বিশদে জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।