ভুল কারণ দেখিয়ে ছুটি নেওয়ার অভিযোগে সাসপেন্ড শিক্ষক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ছাত্র জীবিত। তবু তার মৃত্যুর কারণ দেখিয়ে সরকারি খাতায় ছুটি নিয়েছেন শিক্ষক! জানতে পেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন ওই ছাত্রের বাবা। অভিযোগের পর সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে সরকার। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের মৌগঞ্জের। অভিযুক্ত শিক্ষকের নাম হিরালাল পটেল। চিংরিকা টোলার প্রাথমিক স্কুলে চাকরি করতেন তিনি। গত ২৭ নভেম্বর তিনি একটি ছুটি নিয়েছিলেন। স্কুলের রেজিস্ট্রারে সে দিন তাঁর অনুপস্থিতি নথিভুক্ত হয়েছিল। পরে তিনি ছুটির কারণ হিসাবে রেজিস্ট্রারে লেখেন, ওই স্কুলেরই তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার শেষযাত্রায় উপস্থিত থাকতে গিয়েছিলেন হিরালাল। তাই তাঁকে ছুটি নিতে হয়েছে।
রেজিস্ট্রারে ওই ছাত্রের নাম এবং পরিচয় লিখেছিলেন হিরালাল। তিনি ছাত্রের মৃত্যুকে ছুটির কারণ হিসাবে দেখালেও ওই ছাত্র জীবিত। শিক্ষকের কীর্তির কথা জানতে পারেন ছাত্রের বাবা। তিনি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেন। সোজা চলে যান জেলাশাসকের দফতরে। সেখানে গিয়ে ছাত্রের বাবা জানান, তাঁর পুত্র জীবিত তো বটেই, সম্পূর্ণ সুস্থ।
ছাত্রের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। মৌগঞ্জের জেলাশাসক অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।