Hair Loss in Maharashtra

উঠছে চুল, এক সপ্তাহের মধ্যে পড়ে যাচ্ছে টাক! তিন গ্রামের অবস্থায় চিন্তা মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরে

মহারাষ্ট্রের তিনটি গ্রামে বেশ কিছু মানুষের চুল উঠতে শুরু করেছে আচমকা। এক সপ্তাহ যেতে না যেতেই পড়ে যাচ্ছে টাক! কী কারণে সমস্যা, জানতে তিন গ্রামে প্রতিনিধিদল পাঠিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৪
Share:

মহারাষ্ট্রের তিনটি গ্রামে বেশ কিছু মানুষের চুল উঠে যাচ্ছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতরের একটি দল বাসিন্দাদের চুলের নমুনা সংগ্রহ করছেন। ছবি: সংগৃহীত।

সপ্তাহখানেকের মধ্যেই চুল উঠে যাচ্ছে মাথা থেকে। পড়ে যাচ্ছে টাক! এক জন নয়, মহারাষ্ট্রের তিনটি গ্রামের বেশ কয়েক জনের এই সমস্যা দেখা গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরও। ঠিক কী ঘটছে, তা খতিয়ে দেখতে গ্রামগুলি পরিদর্শনে গিয়েছে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদলও। তাদের প্রাথমিক অনুমান, সার মিশ্রিত দূষিত জলের কারণে এটি হতে পারে। ওই এলাকার জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে তিন গ্রামের বাসিন্দাদের চুল এবং ত্বকের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

Advertisement

ঘটনাটি মহারাষ্ট্রের বুলধানা জেলার। সেখানে বরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামে সম্প্রতি এই সমস্যার মুখে পড়েছেন গ্রামবাসীরা। বেশ কয়েক জন বাসিন্দার চুল উঠতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যেই টাক বেরিয়ে আসছে তাঁদের। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, চুলে হালকা টান দিলেও তা উঠে আসছে।

তিন গ্রামের এই পরিস্থিতিতে চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার বাসিন্দারা। চিন্তায় রয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরও। স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধিদল সম্প্রতি ওই তিন গ্রাম ঘুরে এসেছে। তিনটি গ্রাম মিলিয়ে এখনও পর্যন্ত ৫০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা এই সমস্যায় ভুগছেন। কী কারণে আচমকা এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের চুল এবং ত্বকের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য আধিকারিকেরা। আপাতত ওই পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

Advertisement

স্বাস্থ্য দফতরের অনুমান, দূষিত জল থেকে চুলের সমস্যা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। গ্রাম পরিদর্শনে যাওয়া চিকিৎসকদল আপাতত বাসিন্দাদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement