Death Certificate

‘ঘুষ’ মেলেনি, রাগে মৃতা স্ত্রীর বদলে জীবিত স্বামীর মৃত্যুর শংসাপত্র বানিয়ে দিলেন পঞ্চায়েত অফিসার!

নিজের মৃত্যুর শংসাপত্র হাতে পেয়ে অবাক হয়ে গিয়েছেন ওই যুবক! এর পরেই জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘুষ দেননি আবেদনকারী। সেই রাগে মৃতা স্ত্রীর পরিবর্তে আবেদনকারী স্বামীর মৃত্যুর শংসাপত্র বানিয়ে দিলেন পঞ্চায়েত অফিসার! সম্প্রতি উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটনাটি ঘটেছে। জেলাশাসকের নির্দেশে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

গত ১৯ ডিসেম্বর মৃত্যু হয় কোথাওয়ান উন্নয়ন ব্লকের বাসিন্দা বিশ্বনাথের স্ত্রী শান্তি দেবীর। কিন্তু স্ত্রীর মৃত্যুর শংসাপত্র বানাতে পঞ্চায়েত অফিসে যেতেই বিপত্তি বাধে। অভিযোগ, শংসাপত্র বানানোর জন্য বিশ্বনাথের কাছে দু’হাজার টাকা ঘুষ চান গ্রাম পঞ্চায়েত অফিসার সরিতা দেবী। টাকা দিতে না পারায় শংসাপত্রের জন্য বেশ কয়েক দিন ঘুরতে হয় বিশ্বনাথকে। অনেক টালবাহানার পর শেষমেশ ৩১ ডিসেম্বর তাঁর আবেদন জমা নেওয়া হয়। এর পর চলতি বছরের ৩ জানুয়ারি বিশ্বনাথের নামেই একটি মৃত্যুর শংসাপত্র বানিয়ে তাঁর হাতে ধরিয়ে দেন পঞ্চায়েতের আধিকারিক!

নিজের মৃত্যুর শংসাপত্র হাতে পেয়ে অবাক হয়ে যান বিশ্বনাথ। এর পরেই জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এডিও-র কাছে তদন্তের রিপোর্টও চেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement