Viral

পোষা কুকুরের নাম ‘টমি’, প্রতিবেশী ‘কুত্তা’ বলে ডাকায় বেধড়ক মার

রড, লাঠি নিয়ে মারধর করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৪:৩৭
Share:

ছবি : সংগৃহীত

পোষা কুকুরের নাম রেখেছিলেন ‘টমি’। কিন্তু প্রতিবেশী তাকে ডেকে বসেছিল ‘কুত্তা’। সেই কারণেই মাথায় আগুন চড়ে গিয়েছিল মালিকের। একা হাতে প্রতিবেশী পরিবারের ছ’জনকে বেধড়ক মার মারলেন তিনি। বাদ গেলেন না মহিলারাও, মার খেল শিশুও। গুরুগ্রামের সাইবার সিটি এলাকার জ্যোতি পার্কে।

Advertisement

আক্রান্ত পরিবারের পক্ষে সুধীরের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কুকুরটিকে বেঁধে রাখার কথা বলেছিলেন তাঁরা। কারণ ওই কুকুরটি বাচ্চাদের দেখলে তেড়ে যায় আর কামড়ে দিতে যায়। কিন্তু ওই পোষ্যের মালিক তা শোনেননি। শেষে একদিন এই নিয়ে কথা কাটাকাটি হলে পোষ্যটির নাম ধরে না ডেকে ‘কুত্তা’ সম্বোধন করেন ওই পরিবারের এক সদস্য। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে পোষ্যের মালিক। চ়ড়াও হন ওই পরিবারের উপরে। রড, লাঠি নিয়ে মারধর করতে শুরু করেন। ঘটনায় আক্রান্তের পরিবারের ছ’জন গুরুতর আহত হন। ঘটনা নিয়ে সুধীর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement