Coronavirus in West Bengal

ভোররাতে জানলা গলে পালাতে গিয়ে কার্নিসে আটকে করোনা রোগী, হুলস্থুল মেডিক্যাল কলেজে

বেশ কিছু ক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর কার্নিসের উপরই শুয়ে পড়েন ওই রোগী। হাসপাতালের এক কর্মী তাঁকে প্রথম কার্নিসে শুয়ে থাকতে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১২:৩৬
Share:

জানলা গলে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করোনা রোগীর।

গভীর রাতে পালানোর চেষ্টা করোনা রোগীর। তাতে হুলস্থুল কলকাতা মেডিক্যাল কলেজে। ভোররাতে জানলার কার্নিসে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিলেন ওই রোগী। শেষে পিপিই কিট পরে গিয়ে তাঁকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে মেডিক্যাল কলেজে। জানলা গলে হাসপাতাল থেকে পালাতে যান ওই রোগী। কিন্তু কার্নিস বেয়ে নীচে নামার সাহস পাননি। বেশ কিছু ক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর, কার্নিসের উপর শুয়ে পড়েন তিনি।

হাসপাতালের এক কর্মী ওই রোগীকে কার্নিসে শুয়ে থাকতে দেখেন প্রথম। তিনিই বাকিদের খবর দেন। তাতে হুলস্থুল পড়ে যায়। নামার চেষ্টা না করে কার্নিসের উপরেই তাঁকে বসে থাকতে বলে হাসপাতালের কর্মীরা।

Advertisement
আরও পড়ুন:

তত ক্ষণে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। সওয়া ৫টা নাগাদ তারা এসে পৌঁছয় ঘটনাস্থলে। তাঁদের এক কর্মী পিপিই কিট পরে ওই রোগীকে নিরাপদে নামিয়ে আনেন।

করোনা আক্রান্ত ওই রোগীকে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে সকলের নজর এড়িয়ে কী ভাবে তিনি কার্নিসে পৌঁছলেন, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement