Indore

মদ কিনে না দেওয়ায় বিয়েবাড়ির শোভাযাত্রায় তিন যুবককে ধারালো অস্ত্রের কোপ!

তিন জনকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে অন্য তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১০:১৩
Share:

—প্রতীকী ছবি।

বিয়েবাড়ির হুল্লোড়ের মধ্যে মদ কেনা নিয়ে বচসা। এর জেরে ৩ যুবককে কোপানোর অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ইনদওরে। রবিবার রাতে বিয়েবাড়ির শোভাযাত্রায় মদ কেনা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। ঘটনার পর থেকেই পলাতক ৩ অভিযুক্ত।

Advertisement

রবিবার রাতে পলাসিয়া এলাকায় বিয়েবাড়ির শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। আক্রান্তদের মদ কিনে দেওয়ার কথা বলেন অভিযুক্ত ৩ যুবক। রাজি না হওয়ায় ৩ যুবককে মারধর শুরু করেন অভিযুক্তেরা। তার পরই ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

৩ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁরা হলেন, কেশব সিলাওয়াত, অভিষেক ধীমান এবং লাকি বোরাসি। তাঁরা পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement