প্রয়াগরাজের কুম্ভমেলায় অভয় সিংহ ওরফে ‘আইআইটি বাবা’। —ফাইল চিত্র।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় দেখা মেলা ‘আইআইটি বাবা’-কে ঘিরে সমাজমাধ্যমে আলোচনা তুঙ্গে। তাঁর খোঁজ করতে করতে কুম্ভমেলায় পৌঁছে গিয়েছেন ‘বাবা’র বাবা-মা। ‘আইআইটি বাবা’র প্রকৃত নাম অভয় সিংহ। তাঁর বাবা করণ গরেওয়াল চাইছেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। গত ছ’মাস আগে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। তিনি জানিয়েছেন, তার পর থেকেই পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেন অভয়। তবে অভয় এখন আধ্যাত্মিক পথে এগোতে শুরু করেছেন। এই অবস্থায় সন্তানের ঘরে ফেরার সম্ভাবনা যে ক্ষীণ, তা-ও মানছেন অভয়ের বাবা।
‘আইআইটি বাবা’র বাড়ি ছিল হরিয়ানার ঝজ্জর জেলায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে থেকে পড়াশোনা করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, চাকরি সূত্রে বিদেশেও গিয়েছিলেন। কিন্তু পরে বেছে নেন আধ্যাত্মিকতার পথ। প্রয়াগরাজে কুম্ভমেলায় এসে প্রথমে জুনা আখড়ার সামনে থাকছিলেন তিনি। তবে এখন আর সেখানে থাকছেন না। কেন তিনি জুনা আখড়ার সামনে থেকে সরে গিয়েছেন, তা নিয়ে বিভিন্ন জল্পনা এবং গুঞ্জন শুরু হয়েছে।
জুনা আখড়ার এক সদস্য সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে জানিয়েছেন, অভয় জুনা আখড়ার সঙ্গে যুক্ত নন। তাঁকে ভবঘুরে বলে দাবি করেছেন আখড়ার ওই সদস্য। তাঁর বক্তব্য, অভয় যা ইচ্ছে বলে যাচ্ছিলেন টেলিভিশনে। সেই কারণে তাঁকে বার করে দেওয়া হয়েছে। অপর দিকে ‘আইআইটি বাবা’র দাবি, তিনি কোথাও পালাননি। বরং তাঁর খ্যাতি, প্রচারের আলো মেনে নিতে না পেরে রাতারাতি তাঁকে আখড়া ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল।
এরই মধ্যে সম্প্রতি অভয়ের খোঁজ করতে করতে কুম্ভমেলায় পৌঁছে যান তাঁর বাবা-মা। কিন্তু তত ক্ষণে মেলায় জুনা আখড়ার আশ্রমের তাঁবু ছেড়ে দিয়েছেন তিনি। প্রায় এগারো মাস ঘরছাড়া ‘আইআইটি বাবা’। পরিবারের সঙ্গে শেষ কথা হয় মাস ছয়েক আগে। বাবা-মা এবং বোনের ফোন নম্বর ‘ব্লক’ করে দিয়েছেন বলে দাবি।