Ghaziabad Fire

গাজ়িয়াবাদে বহুতলে আগুন, ঝলসে মৃত্যু হল একই পরিবারের তিন শিশু-সহ চার জনের

পুলিশ সূত্রে খবর, সকাল সওয়া ৭টা নাগাদ তাদের কাছে খবর আসে লোনি এলাকার কাঞ্চন পার্কের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। সেই খবর পেয়েই পুলিশের একটি দল এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬
Share:

আগুন নেভাচ্ছেন এক দমকলকর্মী। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু হল। রবিবার সকালে কাঞ্চন পার্ক এলাকায় একটি চার তলা বাড়িতে আগুন লাগে। বাড়িটির তিন তলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে বাড়ির অন্যান্য তলে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সকাল সওয়া ৭টা নাগাদ তাদের কাছে খবর আসে লোনি এলাকার কাঞ্চন পার্কের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। সেই খবর পেয়েই পুলিশের একটি দল এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তত ক্ষণ বাড়ির অনেকটা অংশই আগুনের গ্রাসে চলে গিয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাড়ির তৃতীয় তলে তিন সন্তানকে নিয়ে থাকেতন এক মহিলা। বাড়ির দোতলায় একটি পোশাকের কারখানা ছিল। প্রাথমিক ভাবে পুলিশ এবং দমকলের সন্দেহ, ওই কারখানাতেই আগুন লাগে। তার পর সেই আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ে। সেই সময় তিন তলায় ঘুমোচ্ছিলেন ওই মহিলা। আগুন ছ়়ড়িয়ে পড়তেই মহিলা এবং তাঁর তিন সন্তান আটকে পড়েন। স্থানীয়েরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুন বেশি থাকায় উদ্ধার করতে পারেননি তাঁরা।

Advertisement

তবে বাড়ির এক তলায় যাঁরা ছিলেন তাঁদের উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁদের কয়েক জন আগুনে ঝলসে আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement