অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।
পুলিশকর্মী সেজে অভিনব কায়দায় এক বৃদ্ধার কাছ থেকে লক্ষাধিক টাকার গয়না হাতালেন কয়েক জন যুবক। মহারাষ্ট্রের ঠাণে এলাকার ঘটনা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঠানের মাজিওয়াদা এলাকায় শনিবার সকালে অটোয় চড়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। তাঁর গলায় বেশ কিছু গয়না ছিল। বৃদ্ধাকে দেখেই পিছু নিয়েছিলেন অভিযুক্তরা। হাইওয়ের কাছে অটোটি থামান তাঁরা। তাঁদের পরনে ছিল খাকি উর্দি।
নিজেদের পুলিশকর্মী পরিচয় দেন ওই যুবকরা। ভুয়ো পরিচয়পত্রও দেখান তাঁরা। অটোচালকের লাইসেন্স রয়েছে কি না, সেই নথি দেখতে চান অভিযুক্তরা। এর পরই বৃদ্ধাকে অভিযুক্তরা সতর্ক করেন যে, এলাকাটি অপরাধের আখড়া। এখানে গয়না পরে যাতায়াত ঠিক নয়। সেই মতো বৃদ্ধাকে গয়না খুলতে বলেন তাঁরা।
অভিযোগ, ‘ভুয়ো’ পুলিশকর্মীদের কথা মতো গয়না খোলেন বৃদ্ধা। তার পর সেই গয়নাগুলি কাগজে মুড়ে রাখেন অভিযুক্তরা। এর পর কাগজে মোড়া নকল গয়না বৃদ্ধাকে দেন তাঁরা। তার পর বৃদ্ধার আসল গয়না নিয়ে তাঁরা চম্পট দেন। পরে প্যাকেট খুলে বৃদ্ধা দেখেন, সেগুলি তাঁর গয়না নয়, নকল গয়না। বৃদ্ধা যে গয়নাগুলি পরেছিলেন, তার দাম সাড়ে ৪ লক্ষ টাকারও বেশি।
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। ক’জন অভিযুক্ত গয়না হাতিয়ে পালিয়েছেন, তা জানা যায়নি।