Arvind Kejriwal

আবগারি দুর্নীতি মামলায় ইডির ষষ্ঠ তলবও এড়ালেন কেজরীওয়াল! ‘বিষয়টি বিচারাধীন’, দাবি আপের

গত ১৪ ফেব্রুয়ারি কেজরীওয়ালকে ষষ্ঠ বারের জন্য সমন পাঠিয়েছিল ইডি। সোমবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এর আগের পাঁচ বারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সমন এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৯
Share:

দিল্লির মুুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র ।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আবারও ইডির তলব এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কেজরীওয়ালকে সোমবার ষষ্ঠ বারের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। আপের দাবি, কেজরীওয়ালকে পাঠানো সমন ‘অবৈধ’ এবং পুরো বিষয়টি ‘এখন আদালতের আওতায়’।আপের বক্তব্য, ‘‘ইডি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছে। বার বার সমন পাঠানোর পরিবর্তে ইডির উচিত আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা।’’

Advertisement

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কেজরীওয়ালকে ষষ্ঠ বারের জন্য সমন পাঠিয়েছিল ইডি। সোমবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এর আগের পাঁচ বারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সমন এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই নিয়ে ষষ্ঠ বার। আপ প্রধানের অভিযোগ, তাঁকে পাঠানো ইডির সমন ‘অবৈধ’ এবং ‘রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত’।

উল্লেখ্য যে, দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চম বার ইডির সমন এড়ানোর পর তা নিয়ে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল। ৭ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মলহোত্র নির্দেশ দিয়েছিলেন, শনিবার আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে। ঘটনাচক্রে, এই সময়ের মধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ষষ্ঠ সমন পাঠানো হয়ে তাঁকে। এই পরিস্থিতিতে গত শনিবার সকালে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে কেজরী জানান, দিল্লি বিধানসভায় আস্থাভোট থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডির ষষ্ঠ সমনও এড়িয়ে যাবেন বলে আইনজীবীদের একাংশ মনে করছিলেন। হয়েছেও তাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement