GST Collection in December

বছর ঘুরে ডিসেম্বরে ৭.৩ শতাংশ বৃদ্ধি, বর্ষশেষে জিএসটি বাবদ কোষাগারে জমা পড়ল কত কোটি?

২০২৩ সালের তুলনায় গত ডিসেম্বরে জিএসটি আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৭.৩ শতাংশ। নতুন বছরের গোড়াতেই সেই তথ্য প্রকাশ করল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১২:১৯
Share:

—প্রতীকী ছবি।

বিদায়ী বছরের (পড়ুন ২০২৪) ডিসেম্বরে পণ্য ও পরিষেবা কর বা গুডস্ অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৮৫৭ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের নিরিখে কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৭.৩ শতাংশ। ফলে একে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য হিসাবেই দেখছে বিজেপি নেতৃত্ব।

Advertisement

চলতি বছরের প্রথম দিনে (পড়ুন ২০২৫ সালের ১ জানুয়ারি) ডিসেম্বরের জিএসটি আদায় সংক্রান্ত তথ্য প্রকাশ করে কেন্দ্র। সেখানে বলা হয়েছে জিএসটি থেকে কেন্দ্রীয় সরকার পেয়েছে ৩২ হাজার ৮৩৬ কোটি টাকা। অন্য দিকে রাজ্য সরকারগুলির কোষাগারে গিয়েছে ৪০ হাজার ৪৯৯ কোটি। ৪৭ হাজার ৭৮৩ কোটি টাকা সমন্বিত জিএসটি বাবদ আদায় হয়েছে। এ ছাড়া সেস বাবদ ১১ হাজার ৪৭১ কোটি টাকা পেয়েছে সরকার।

২০২৩ সালের ডিসেম্বরে গ্রস জিএসটি বাবদ আদায় হয়েছিল ১.৬৫ লক্ষ কোটি টাকা। সেখানে গত বছরের (পড়ুন ২০২৪) ডিসেম্বরে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১.৭৭ লক্ষ কোটি। অর্থাৎ ডিসেম্বরের সঙ্গে ডিসেম্বরের তুলনা টানলে কর আদায় বৃদ্ধি পেয়েছে ৭.৩ শতাংশ।

Advertisement

সরকারি তথ্যতে আরও বলা হয়েছে, ডিসেম্বরে ঘরোয়া লেনদেন থেকে জিএসটি আদায়ের পরিমাণ ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই খাতে সরকারি কোষাগারে এসেছে ১.৩২ লক্ষ কোটি টাকা। অন্য দিকে আমদানি পণ্যের উপর কর থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ হাজার ২৬৮ কোটি টাকা। এতে করের সূচক চার শতাংশ ঊর্ধ্বমুখী ছিল।

গত বছরের (পড়ুন ২০২৪) নভেম্বরে জিএসটি আদায়ের পরিমাণ ১.৮২ লক্ষ কোটিতে পৌঁছেছিল। ওই সময়ে পণ্য ও পরিষেবা করে বার্ষিক ৮.৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। গত এপ্রিলে জিএসটিতে রেকর্ড পরিমাণ অঙ্ক পেয়েছিল কেন্দ্র। ওই মাসে কোষাগারে জমা পড়ে ২.১০ লক্ষ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement