Nirmala Sitharaman

Bank Deposits: ব্যাঙ্ক ডুবলে ৯০ দিনের মধ্যেই ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন আপনি, সংশোধনী আনছে কেন্দ্র

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিআইসিজিসি আইনে সংশোধনের অনুমোদন দেওয়ার পরই এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৮:৫৯
Share:

—ছবি সংগৃহীত।

কোনও ব্যাঙ্ক আর্থিক সঙ্কটে পড়লে ৯০ দিনের মধ্যেই জমানো অর্থের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ অর্থ পেয়ে যাবেন আমানতকারীরা। ডিপোজিট ইনসিওরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) আইনে এই রকমই পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিআইসিজিসি আইনে সংশোধনের অনুমোদন দেওয়ার পরই এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
ডিআইসিজিসি আইনের আওতায় বর্তমান নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে আমানতকারীর গচ্ছিত অর্থের উপর এক লক্ষ টাকা পর্যন্ত বিমা করানো থাকে। অর্থাৎ, ব্যাঙ্কের আর্থিক সঙ্কটের জেরে আমানতকারীর টাকা আটকে তিনি এক লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ পেতেন। এ বার আইনে সংশোধন করে ওই এক লক্ষ টাকার অঙ্কই বাড়িয়ে পাঁচ লক্ষ করার বিষয়ে পদক্ষেপ করল কেন্দ্র।

Advertisement

সাম্প্রতিক কালে আর্থিক সঙ্কটের জেরে ধসে গিয়েছে পঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅরপারেটিভ ব্যাঙ্ক। সেই সময়ে ওই ব্যাঙ্কের আমানতকারীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ পাইয়ে দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। এ বার সব ব্যাঙ্কের আমানতকারীদেরই সুরক্ষা দিতে এই পদক্ষেপ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement