CBI

CBI: চিটফান্ড দুর্নীতিতে সপুত্র প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

২০২১ সালে কেডির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় উত্তরপ্রদেশ পুলিশের কাছে। উত্তরপ্রদেশ সরকার এই মামলা সিবিআই-এর হাতে তুলে দেয়।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ০০:২৩
Share:

ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে একটি চিটফান্ড দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহ ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় উত্তরপ্রদেশ পুলিশের কাছে। তৎকালীন উত্তরপ্রদেশ সরকার এই মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। নতুন মামলা দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই।

Advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে তারা। ভুয়ো আশ্বাসে দু’টি বেসরকারি সংস্থায় প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে অনেকে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী অর্থ না পেয়ে অভিযোগ দায়ের করেন এক বিনিয়োগকারী। আজমগড়ের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং তাঁর ছেলের বিরুদ্ধে।

এই মামলার তদন্তে মঙ্গলবার ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এর মধ্যে রয়েছে বিহার, দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা। এই সব জায়গা থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন কেডি।

Advertisement

এই মামলা দায়েরের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুধবার একটি টুইট করেছেন। তিনি লিখেন, ‘কেডি সিংহের এই ধরনের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে আমি বিষয়টি তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম।’

প্রসঙ্গত, একই অভিযোগে কেডি সিংহের বিরুদ্ধে তদন্ত করছে ইডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement