Team India

প্রশ্নের মুখে পড়বেন রোহিত? ভবিষ্যৎ কি আগরকরের হাতে? কথা বলবেন বোর্ডের নতুন সচিব

প্রথম টেস্ট খেলেননি, শেষ টেস্ট থেকে নিজেই সরে যান। মাঝের তিন টেস্টে ব্যাট হাতেও রান করতে পারেননি। সেই রোহিতের সঙ্গে কথা বলতে পারেন বোর্ড সচিব দেবজিত সাইকিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২১:১০
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লজ্জার হার। ১-৩ ব্যবধানে সিরিজ় হেরে যান রোহিত শর্মারা। অধিনায়ক হিসাবে ব্যর্থ তিনি। প্রথম টেস্ট খেলেননি, শেষ টেস্ট থেকে নিজেই সরে যান। মাঝের তিন টেস্টে ব্যাট হাতেও রান করতে পারেননি। সেই রোহিতের সঙ্গে কথা বলতে পারেন বোর্ড সচিব দেবজিত সাইকিয়া। সেই বৈঠকে থাকতে পারেন নির্বাচক অজিত আগরকরও।

Advertisement

শেষ টেস্টে রোহিত না খেলার পরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও টেস্টের মাঝে সাক্ষাৎকার দিয়ে রোহিত নিজেই ঘোষণা করেন যে, তিনি এখনই অবসর নিচ্ছেন না। তাঁর সেই সাক্ষাৎকারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না বোর্ড। রোহিতকে আগামী দিনে টেস্ট দলে রাখা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচক প্রধান আগরকর। এক সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেন, “রোহিত নিজেকে বসিয়ে চেষ্টা করছিল দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলার। আগামী দিনে ও নিজের জায়গা ধরে রাখতে পারে কি না সেটা নির্ভর করবে রোহিতের পারফরম্যান্সের উপর। তবে আগরকর এবং বাকি নির্বাচকদের সিদ্ধান্ত হবে রোহিতকে দলে রাখার ব্যাপারে।”

রোহিত শেষ পাঁচটি ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। তাঁর গড় ৬.২০। তবে লাল বলের ক্রিকেটে রোহিতের পারফর্ম্যান্স সদ্য খারাপ হয়েছে এমন নয়। শেষ ৮ ম্যাচে তিনি ১৬৪ রান করেছেন। গড় ১০-এর সামান্য বেশি। ব্যাটার হিসাবে রোহিত সফল হতে না পারলে তাঁকে শুধু অধিনায়ক হিসাবে দলে রাখতে চাইবেন না নির্বাচকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement