শিন্ডে এবং উদ্ধব। ফাইল চিত্র।
মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরবেকরের মতোই একনাথ শিন্ডের গোষ্ঠীকেই ‘শিবসেনা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ বার সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল উদ্ধব ঠাকরের গোষ্ঠী।
গত ১৮ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিন শিবসেনার ১৮ জন লোকসভা সাংসদের মধ্যে ১২ জনই একনাথ শিন্ডের শিবিরের অংশ হিসেবে ‘শিবসেনা’র স্বীকৃতি পেতে স্পিকার ওমের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই সিদ্ধান্ত মেনে স্পিকার শিন্ডে গোষ্ঠীর নেতা তথা মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্রের সাংসদ রাহুল শেওয়ালেকে শিবসেনার লোকসভার নেতা হিসেবে স্বীকৃতি দেন।
উদ্ধব গোষ্ঠীর নেতা বিনায়ক রাউতের আবেদন খারিজ হয়ে যায়। একই ভাবে উদ্ধব গোষ্ঠীর রাজন বিচারের বদলে শিন্ডেসেনার ভাবনা গাওলিকে ‘শিবসেনার চিফ হুইপ’ হিসেবে স্বীকৃতি দেন স্পিকার ওম। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিনায়ক এবং রাজন। এর আগে মহারাষ্ট্র বিধানসভাতেও শিন্ডেসেনাই স্বীকৃতি পেয়েছে ‘শিবসেনা’ হিসেবে। তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল উদ্ধব গোষ্ঠী।