Jessop & INTTUC

জেসপের জমি চলে যাচ্ছে অসাধু প্রোমোটারদের দখলে, স্পিকারকে নথি দিয়ে অভিযোগ সংগঠনের

দমদম এলাকার জমি মাফিয়ারা সক্রিয় হয়ে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন সমর্থিত জেসপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৩৩
Share:

বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন দিলেন জেসপ ইউনিয়নের সদস্যরা। নিজস্ব ছবি।

জেসপ কারখানার জমি চলে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে। এই মর্মে প্রতিবাদ সভা করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবতীয় তথ্য এবং নথি তুলে দিল ইউনিয়ন। ২০১১ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর জেসপ অধিগ্রহণের জন্য বিল পাশ করেছিল বিধানসভায়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিলে অনুমোদন না দেওয়ায় জেসপ কারাখানা খোলা সম্ভব হচ্ছে না। আর সেই সুযোগে দমদম এলাকার জমি মাফিয়ারা সক্রিয় হয়ে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন সমর্থিত জেসপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, ডিগলা রোডের জেসপের কারখানার একটি জমি দখল করে জমি মাফিয়ারা সেখানে বহুতল তৈরিতে অনেকদূর এগিয়েছেন। যে পরিমাণ জমি পড়ে আছে, তা কৌশল করে হাতিয়ে নিতে চাইছেন ওই মাফিয়ারা। তাই এই সংক্রান্ত বিষয়ে বিধানসভার স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি তথা বিধানসভায় তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। জমি মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নালিশ জানিয়েছিলেন তাঁরা। সেই সময় প্রশাসন কড়া ব্যবস্থা নিলেও, পরে প্রশাসনিক তৎপরতা আর সে ভাবে চোখে পড়েনি বলেই জানিয়েছে শ্রমিক সংগঠন।

সংগঠনের সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা জমি মাফিয়াদের ভয় পাই না। যে হেতু আমাদের বিষয়টি স্পিকার সম্পূর্ণ ভাবে জানেন, তাই আমরা তাঁকে অভিভাবক হিসাবে নিজেদের যাবতীয় অভিযোগের কথা জানিয়েছি। জমি মাফিয়াদের বিরুদ্ধে যে আমাদের লড়াই চলবে, এই কর্মসূচির মাধ্যমে সে কথাই আমরা বুঝিয়ে দিলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement