গীতা শর্মা। লখনউয়ের রাস্তা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।
বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তা থেকে এক তরুণীর দেহ উদ্ধার হল লখনউয়ে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে লখনউয়ের পিজিআই এলাকায় তরুণীকে অচৈতন্য এবং আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম গীতা শর্মা। তিনি পিজিআই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। তরুণীর দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, তরুণীকে অন্য কোথাও খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। গীতা জমি-বাড়ির ব্যবসার কাজে যুক্ত ছিলেন। ফলে এই ব্যবসা সংক্রান্ত কোনও ঘটনা জড়িয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তরুণীর লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তরুণীর ভাই লালচাঁদের দাবি, তাঁর দিদির লিভ ইন সঙ্গী গিরিজা শঙ্করই খুন করেছে। এই মর্মে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। লখনউ পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে দেহের বহু জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। আর সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। কোনও দুর্ঘটনার কারণে এই আঘাত, না কি আঘাত করে তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
লালচাঁদের দাবি, গিরিজা শঙ্কর তাঁকে ফোন করে জানান যে, তাঁর দিদির দুর্ঘটনা হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তরুণীর ১ কোটি টাকার একটি বিমা রয়েছে। আর সেই বিমার নমিনি গিরিজা শঙ্কর। লালচাঁদের অভিযোগ, বিমার টাকা হাতাতেই তাঁর দিদিকে খুন করা হয়েছে।