Allahabad High Court

‘বিতর্কিত’ মন্তব্য ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতির! ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম

পিটিআই সরকারি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, বিচারপতির ‘বিতর্কিত’ মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন যাচাই করছে কলেজিয়াম। হাই কোর্টের কাছ থেকেও এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭
Share:

ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদব। —ফাইল চিত্র।

‘বিতর্কিত’ মন্তব্যের জন্য ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদবকে ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সংবাদ সংস্থা পিটিআই একটি সরকারি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ওই বিচারপতির ‘বিতর্কিত’ মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন যাচাই করছে কলেজিয়াম। সংশ্লিষ্ট হাই কোর্টের কাছ থেকেও এই বিষয়ে তথ্য চেয়েছে তারা।

Advertisement

নিয়ম অনুযায়ী, কোনও বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট চেয়ে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম। সে ক্ষেত্রে সেই বিচারপতি কলেজিয়ামের মুখোমুখি হয়ে নিজের সেই কাজের কারণ ব্যাখ্যা করার সুযোগ পান।

গত রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আয়োজিত ‘অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি শেখরকুমার বলেন, ‘‘এ দেশটা হিন্দুস্থান। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ীই দেশটা চলবে।” বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে। শুক্রবার ৫৫ জনেরও বেশি বিরোধী সাংসদ বিচারপতি শেখরকুমারকে ইমপিচ (বরখাস্ত) করার আর্জি জানিয়ে রাজ্যসভার সচিবের কাছে নোটিস জমা দেন। আইনজীবী প্রশান্ত ভূষণ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাকে চিঠি দিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার আর্জি জানান।

Advertisement

দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে মোট তিন সদস্য নিয়ে তৈরি হয়েছে কলেজিয়াম। এই কলেজিয়ামই দেশের শীর্ষ আদালতে এবং উচ্চ আদালতগুলিতে বিচারপতি নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত সুপারিশ কেন্দ্রকে করে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement