(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। প্রবেশ বর্মা (ডান দিকে)। —ফাইল ছবি।
আম আদমি পার্টি (আপ)-র তরফে তোলা অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর করেছে নির্বাচন কমিশন। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মা অবশ্য তাতে আমল দিতে রাজি নন। তাঁর দাবি, শুধু জুতো কেন, নয়াদিল্লির ভোটারদের টাকা বা অন্যান্য উপহার সামগ্রী বিলির যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা।
প্রবেশ শুক্রবার বলেন, ‘‘দিল্লিতে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। কেজরী তাঁর নিজের কেন্দ্রেও হারের মুখে। আর তা বুঝতে পেরেছেন বলেই আমার বিরুদ্ধে জুতো বিলির মতো ভিত্তিহীন অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছেন।’’ প্রসঙ্গত, গত মঙ্গলবার রজনীশ ভাস্কর নামে এক আইনজীবী ভিডিয়ো পেশ করে অভিযোগ জানিয়েছিলেন, মহিলা ভোটারদের নগদ ১১০০ টাকা, জুতো এবং অন্যান্য উপহার বিলি করেছেন প্রবেশ। তারই ভিত্তিতে বুধবার ওই বিধানসভা আসনের রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় থানার ওসিকে।
আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। নয়াদিল্লি আসনে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র তথা পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। কেজরী চলতি মাসের গোড়াতেই প্রবেশের বিরুদ্ধে ভোটারদের টাকা ও উপহার বিলির অভিযোগ তুলেছিলেন। সে সময়ও অভিযোগ অস্বীকার করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ।