Delhi Murder

স্ত্রীকে খুনের পর টুকরো করে দেহ লোপাটের চেষ্টা! তার আগেই ধরা পড়ে গেলেন স্বামী!

শুক্রবার দক্ষিণ-পশ্চিম দিল্লির জনকপুরীর এক আবাসন থেকে ২৬ বছর বয়সি ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিলার নাম দীপিকা চৌহান। তদন্তে নেমে জানা যায়, ওই মহিলা গত ২৯ ডিসেম্বর খুন হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রীকে খুনের পর খাটের নীচে দেহ লুকিয়ে রেখেছিলেন। পরিকল্পনা ছিল, পরে সময়-সুযোগ মতো দেহ টুকরো টুকরো করে লোপাট করার। কিন্তু পরিকল্পনা সফল হল না। তার আগেই ধরা পড়ে গেলেন স্বামী! সম্প্রতি দিল্লিতে ঘটনাটি ঘটেছে। উদ্ধার হয়েছে খাটের নীচে লুকিয়ে রাখা দেহটিও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধনরাজ চৌহান। দিন কয়েক গা-ঢাকা দিয়ে থাকার পর অমৃতসর থেকে দিল্লি ফিরছিলেন ওই যুবক। ফেরার পথে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন ওই যুবক। আরও জানিয়েছেন, শুধু স্ত্রীই নয়, স্ত্রীর ‘বন্ধু’কে খুনের ছকও কষেছিলেন তিনি!

দিল্লি পুলিশের ডিসিপি অঙ্কিত চৌহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম দিল্লির জনকপুরীর এক আবাসন থেকে ২৬ বছর বয়সি ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিলার নাম দীপিকা চৌহান। দেহে যাতে দ্রুত পচন না ধরে, সে জন্য মৃতদেহের মুখটি প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল। তদন্তে নেমে জানা যায়, ওই মহিলা গত ২৯ ডিসেম্বর খুন হয়েছেন। তার পর থেকেই ফেরার তাঁর স্বামী। এর পরেই স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

একটি পার্লারে কাজ করতেন দীপিকা। তাঁর স্বামী ধনরাজ একটি সংস্থায় বাইকচালকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়মিত মদ্যপান করতেন অভিযুক্ত যুবক। দীপিকার উপার্জনেই সংসার চলত। নিত্য লেগে থাকত অশান্তি। স্ত্রীকে সন্দেহও করতেন। তাঁর ধারণা ছিল, এক সহকর্মী ও বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। এর জেরেই স্ত্রী ও তাঁর বন্ধুকে খুনের ছক কষেন ওই যুবক।

জেরায় ধনরাজ জানিয়েছেন, খুনের পর দেহ লোপাট করতে চেয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল, দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে আসার। এ জন্য ইউটিউবে দেহ টুকরো করার পদ্ধতিও খুঁজেছিলেন তিনি! কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই ধরা পড়ে গেলেন যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement