Cow Smuggling

একসঙ্গে চুরি খাটালের আটটি গরু, নেপথ্যে কি পাচার-চক্র

পুলিশ জানিয়েছে, কে বা কারা গরুগুলিকে রাতের অন্ধকারে পাচার করেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৯:৫০
Share:

দু’টি খাটাল থেকে একসঙ্গে চুরি গেল আটটি গরু। —প্রতীকী চিত্র।

হাওড়ার লিলুয়া থানা এলাকার সি রোডে বড় লোহা গেটের পাশে দু’টি খাটাল থেকে একসঙ্গে চুরি গেল আটটি গরু। এই ঘটনায় খাটাল মালিকেরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, কে বা কারা গরুগুলিকে রাতের অন্ধকারে পাচার করেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

প্রসঙ্গত, বছর দশেক আগে হাওড়ায় একটি গরু পাচার-চক্র সক্রিয় হয়ে উঠেছিল। সে সময়ে দিনেদুপুরে ট্রাকে করে গরু নিয়ে পালাত চক্রের সদস্যেরা। শেষে পুলিশ ধরপাকড় শুরু করায় চক্রটি কাজ বন্ধ করে দেয়। খাটাল মালিকদের অনুমান, ওই ধরনের কোনও চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে।

একটি খাটালের মালিক দীপককুমার রাই বুধবার জানান, অন্য দিনের মতো তাঁরা শনিবারেও রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে খাটাল পরিষ্কার করে কাছেই বাড়ি চলে যান। রবিবার ভোরে উঠে দীপক দেখেন, তাঁর খাটালের ছ’টি গরু এবং পাশের একটি খাটালের দু’টি গরু চুরি হয়ে গিয়েছে। তাঁর দাবি, এতগুলি গরু চুরি যাওয়ায় তাঁদের প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, একটি ট্রাকে করে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে। সেই ট্রাকটির সন্ধান চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement