Bangladeshi Intruders Arrested

সীমান্ত টপকে অনুপ্রবেশ ভারতে! মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করল ১৭ জন বাংলাদেশি নাগরিককে

ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলে পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গ, কেরল, অসমের মতো রাজ্য থেকে বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি দেশ জুড়ে অনুপ্রবেশে বিরোধী অভিযানও চলছে জোরকদমে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি) এ বার একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল!

Advertisement

মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে মুম্বই, নভি মুম্বই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও পুলিশের দাবি। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ধৃতরা প্রত্যেকেই কোনও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন।

ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে মোহিন হায়াত বাদশা শেখ ওরফে মহিউদ্দিন নামে ৫১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। জেরার মুখে মহিউদ্দিন জানান, ৩৪ বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে ভারতে প্যান, আধার এবং ভোটার কার্ডও তৈরি করিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement