Woman Harassment

বাইপাসের ধারে রেস্তরাঁর সামনে তরুণীর উপর অস্ত্র নিয়ে হামলা! জখম অবস্থায় ভর্তি করানো হল নীলরতনে

বৃহস্পতিবার রাতের ঘটনায় জখম ওই তরুণীকে এনআরএস মেডিক‍্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০১:১২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাইপাসের ধারে একটি রেস্তরাঁর সামনে গাড়ি থেকে নামতেই এক তরুণীর উপর চড়াও হল কয়েক জন দুষ্কৃতী। তারা ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণও করে। বৃহস্পতিবার রাতের ঘটনায় জখম ওই তরুণীকে এনআরএস মেডিক‍্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত তরুণীর বয়স ২৪ বছর। তাঁর বাড়ি নারকেলডাঙায়। বৃহস্পতিবার রাতে তিনি বাইপাস সংলগ্ন একটি রেস্তরাঁয় পৌঁছন। সেখানে সামনে গাড়ি থেকে নামামাত্রই তাঁর উপর অস্ত্র নিয়ে চড়াও হয় বেশ কয়েক জন দুষ্কৃতী। ওই সময় তরুণী পালাতে গেলে তাঁকে ধাওয়া করে তারা। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই তরুণী। তিনি বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।

তরুণীর উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই এক মহিলা এবং এক নাবালক-সহ তিন জনকে আটক করেছে পুলিশ। তাঁদের সকলেরই বাড়ি কলিন লেনে। আটক মহিলার নাম শাহাজাদি ফারাকি। আর এক আটক ব‍্যক্তির নাম ওয়াসিম আক্রম। নাবালকের নাম জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে ওই তরুণীর উপর আক্রমণ চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ করা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে মোট ক’টি গাড়ি ছিল ও কারা কারা সেখানে ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement