Bramhasthan

দুর্ভাগ্য এড়াতে বাড়ির ব্রহ্মস্থানে যে সব জিনিস কখনওই রাখতে নেই

শাস্ত্রমতে বাড়ির চারটে দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হল ব্রহ্মস্থান।এই স্থান কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ০৭:০৫
Share:

—প্রতীকী ছবি।

শাস্ত্রমতে বাড়ির গুরুত্বপূর্ণ স্থান হল ব্রহ্মস্থান। এই স্থানটিকে বাড়ির নাভিস্থান বলা হয়। তাই বাড়ি করার সময় মনে রাখতে হবে ব্রহ্মস্থানে যেন কোনও রকম আঘাত না লাগে। খেয়াল রাখতে হবে এই স্থান যেন অক্ষত রেখে বাড়ি তৈরি করা হয়। ব্রহ্মস্থান যেমন বাড়ির হয়, তেমন ঘরেরও হয়। যে কোনও ঘরের মাঝখানটা হল সেই ঘরের ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

Advertisement

দেখে নেওয়া যাক ব্রহ্মস্থানে কী কী করতে নেই

১) বাস্তুতে বাড়ি, শোওয়ার ঘর, কলকারখানা বা যে কোনও স্থানে ব্রহ্মস্থান সবসময় ফাঁকা রাখতে হয়।

Advertisement

২) এই জায়গায় কোনও গর্ত, থাম, চেম্বার, পাতকুয়ো, আবর্জনা ফেলার স্থান প্রভৃতি করা যাবে না। ব্রহ্মস্থান সব সময় পরিষ্কার রাখা উচিত।

৩) ব্রহ্মস্থানে ফুলের ছোট গাছ রাখা যেতে পারে।

৪) ব্রহ্মস্থানে জুতো, নোংরা জিনিস, উচ্ছিষ্ট খাবার ফেলা বা রাখা উচিত নয়।

৫) এই জায়গায় কোনও শুভ অনুষ্ঠান করা যেতে পারে।

৬) কলকারখানার ব্রহ্মস্থানে কোনও ভারী জিনিস রাখা যাবে না।

৭) ফ্ল্যাট বা ছোট বাড়ি, যেখানে ব্রহ্মস্থান খালি রাখার কোনও জায়গা নেই, সেই জায়গায় লিভিংরুম করা যায়।

৮) অফিস ঘরের ব্রহ্মস্থানটিতে বিগ্রহ রাখা যেতে পারে।

৯) কলকারখানার ব্রহ্মস্থানটিতে মন্দির করা যেতে পারে। ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে থাকে।

১০) অফিসের ব্রহ্মস্থানটিতে মিটিং বা কনফারেন্স রুম করা যায়।

১১) ব্রহ্মস্থানে চেয়ার, টেবিল, শোফা না রাখাই উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement