—প্রতীকী ছবি।
রাহু হল জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ। এটি একটি গাণিতিক বিন্দু মাত্র। শারীরিক অস্তিত্ব না থাকলেও, জন্মছকে অবস্থান অনুযায়ী রাহুর শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা মারাত্মক। ২০২৫-এর প্রথম দিন রাহু অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ১৮ মে ২০২৫ ভারতীয় সময় রাত ৭ টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে গমন করবে।
বছরের প্রথম দিন থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাহুর প্রভাব:
মেষ রাশির জাতক-জাতিকাদের প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে।
বৃষ রাশির সন্তান এবং দাম্পত্যসুখের উপর অশুভ প্রভাব দান করলেও, বৃহস্পতির প্রভাবের কারণে কিছুটা রেহাই পাবেন।
নতুন বছরের প্রথম ভাগে মিথুন রাশির ব্যক্তিদের রাহু ঋণ এবং গোপন শত্রুদের থেকে রক্ষা করবে।
কর্কট রাশির বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর অশুভ প্রভাব দান করবে রাহু। মানসিক ভ্রম সৃষ্টির আশঙ্কা রয়েছে, সচেতনতা অবলম্বন করা জরুরি।
নতুন বছরের প্রথম ভাগে সিংহ রাশির ব্যক্তিদের দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে। বিশেষত উড়ন্ত কিছুর আঘাত থেকে সাবধান থাকা প্রয়োজনীয়।
কন্যা রাশির মেয়েদের স্বাস্থ্য, দাম্পত্যসুখ এবং আয়ের উপর অশুভ প্রভাব দান করবে।
নতুন বছরের প্রথম ভাগে তুলা রাশির ব্যক্তিদের প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে।
বৃশ্চিক রাশির সন্তান এবং সিদ্ধান্ত গ্রহণের উপর অশুভ প্রভাব দান করবে, মানসিক ভ্রম সৃষ্টির আশঙ্কা রয়েছে।
২০২৫-এ ধনু রাশির ব্যক্তিদের মায়ের শরীর-স্বাস্থ্য এবং গৃহসুখের উপর রাহু অশুভ প্রভাব দান করবে।
মকর রাশির দাম্পত্যসুখ এবং অংশীদারি ব্যবসার উপর অশুভ প্রভাব দেখা যাবে।
নতুন বছরের প্রথম ভাগে কুম্ভ রাশির প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে রাহু শুভ প্রভাব ফেলবে।
মীন রাশির শরীরস্বাস্থ্য, সন্তান এবং মানসিক অবস্থার উপর রাহু অশুভ ফল দান করবে।
মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে বছরের শেষ দিন পর্যন্ত রাহুর প্রভাব:
মেষ রাশির মানসিক বল বৃদ্ধিপ্রাপ্ত হলেও সন্তানের উপর রাহুর অশুভ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
নতুন বছরে বৃষ রাশির মায়ের শরীর-স্বাস্থ্য এবং গৃহশান্তির পক্ষে রাহুর অশুভ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
রাহুর প্রভাবের ফলে মিথুন রাশির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
কর্কট রাশির আয়ের উপর অশুভ প্রভাব দান করবে।
সিংহ রাশির শরীর-স্বাস্থ্যের উপর রাহু অশুভ প্রভাব দান করবে।
কন্যা রাশির ব্যয়ের ক্ষেত্রে রাশ টানবে।
নতুন বছরের দ্বিতীয় ভাগে তুলা রাশির আয়ের উপর রাহু অশুভ প্রভাব দান করবে।
বৃশ্চিক রাশির কর্মের উপর অশুভ প্রভাব ফেলবে।
রাহুর প্রবাবে ধনু রাশির পরাক্রম এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
নতুন বছরের দ্বিতীয় ভাগে মকর রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব দেখা যাচ্ছে, দুর্ঘটনা থেকে সচেতনতা অবলম্বন জরুরি।
কুম্ভ রাশির স্ত্রীর স্বাস্থ্য এবং দাম্পত্য সুখের উপর অশুভ প্রভাব ফেলবে।
মীন রাশির জাতক-জাতিকারা প্রতিযোগিতা এবং ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন ।