পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছেন শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত।
গোটা সপ্তাহ কাজ নিয়ে ব্যস্ত থাকেন সকলে। পরিবারের প্রায় সকলেই অভিনয় জগতের মানুষ। তাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমই মেলে। সপ্তাহান্তে সকলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করে না শর্মিলা ঠাকুরের পরিবার। তিনি নিজে এখনও অভিনয় করেন। পুত্র সইফ আলি খান ও পুত্রবধূ করিনা কপূর খানও একের পর এক কাজ করছেন। অন্য দিকে কন্যা সোহা আলি খান ও জামাই কুণাল খেমুও অভিনয় জগতের মানুষ।
তাই সপ্তাহান্তে গোটা পরিবার এক হওয়ার অপেক্ষায় থাকেন প্রত্যেকেই। এমনই কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সোহা। সেই পারিবারিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, শর্মিলার সঙ্গে নানা রকমের খেলায় মেতে আছে তিন নাতি-নাতনি তৈমুর, জেহ ও ইনায়া। শর্মিলা কি তাদের গল্প শোনান? ভিডিয়োয় দেখা যায়, তাঁর কথা শুনছে তারা মন দিয়ে।
আবার কোথাও দেখা যাচ্ছে পরিবারের জামাই কুণালের সঙ্গে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছে বাড়ির কচিকাঁচারা। বাদ নেই বড়রাও। বসার ঘরে বা খাওয়ার টেবিলে তাঁরাও খুঁজে নিয়েছেন নিজেদের মতো খেলা। সকলেই একেবারে ঘরোয়া মেজাজে। সাজে নেই আতিশয্য। সপ্তাহান্তে ঘরোয়া কায়দাতেই সুসময় কাটাতে ব্যস্ত তাঁরা। খাওয়াদাওয়া, আড্ডা ও খুনসুটিতে ভরা পটৌডি খান পরিবারের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
পরিবার নিয়ে সময় কাটাতে ভালবাসেন শর্মিলা। গোটা পরিবারকে এক সুতোয় তিনিই বেঁধে রেখেছেন, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন করিনা। শাশুড়িও পুত্রবধূর আচরণে মুগ্ধ। একাধিক সাক্ষাৎকারে করিনার প্রশংসা করেছেন শর্মিলা। সাধারণত চঞ্চল ও প্রাণোচ্ছল রূপেই দেখা যায় করিনাকে। কিন্তু শর্মিলার চোখে করিনা নাকি শান্ত স্বভাবের।
এক সাক্ষাৎকারে করিনার সম্পর্কে তিনি বলেছিলেন, “করিনা খুবই শান্ত। কখনও চিৎকার করে না। করিনার উপস্থিতি এমনকি আমাকেও শান্ত করে দেয়।” করিনা নাকি সব সময় মাথা ঠান্ডা রাখেন। বিশেষ করে বাড়ির পরিচারক বা পরিচারিকাদের সঙ্গে করিনার কথা বলার ধরনে নাকি মুগ্ধ শর্মিলা।