Jupiter's Effect in 2025

২০২৫-এ বৃহস্পতি কোন রাশির উপর ভাল প্রভাব দান করবে? কাদের সচেতন থাকা জরুরি?

নতুন বছরে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং অবস্থান অনুযায়ী মে, অক্টোবর এবং নভেম্বর মাসে রাশি অনুযায়ী ফলের পরিবর্তন হবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১২:১১
Share:

—প্রতীকী ছবি।

২০২৫ সালে বৃহস্পতি গ্রহের ফল সম্পর্কিত বিষয়ে জানার জন্য গ্রহের অবস্থান এবং গতি সম্পর্কে জানা প্রয়োজন। বৃহস্পতি হল ধীর গতির গ্রহ। বছরের প্রথম দিন বৃহস্পতি বৃষ রাশিতে বক্র গতিতে অবস্থান করবে। ৪ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতি গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। আগামি ১৪ মে ২০২৫, ভারতীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে। ১৮ অক্টোবর ২০২৫, ভারতীয় সময় রাত ৭টা ৪৭ মিনিটে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গমন করবে। ১১ নভেম্বর ২০২৫, বক্র গতি প্রাপ্ত হবে। এর ফলে ৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে পুনরায় মিথুন রাশিতে গমন করে মিথুন রাশিতে অবস্থান করবে। বৃহস্পতির রাশি পরিবর্তন এবং অবস্থান অনুযায়ী মে, অক্টোবর এবং নভেম্বর মাসে রাশি অনুযায়ী ফলের পরিবর্তন হবে।

Advertisement

মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কোন রাশি কেমন ফল পাবে:

মেষ রাশির কর্মক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

Advertisement

বৃষ রাশির সন্তান, দাম্পত্য এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

মিথুন রাশির গৃহ, মায়ের শরীর-স্বাস্থ্যের উপর শুভ প্রভাব দান করবে। খরচ এবং ধারদেনার প্রতি সচেতনতা অবলম্বন জরুরি।

কর্কট রাশির সন্তান, স্ত্রী, ব্যবসা এবং আয়ের উপর শুভ প্রভাব দান করবে।

সিংহ রাশির আয়, গৃহসুখ এবং মাতৃসুখের ক্ষেত্র শুভ।

কন্যা রাশির শরীর-স্বাস্থ্য, সন্তান এবং সিদ্ধান্ত গ্রহণের পক্ষে শুভ প্রভাব দান করবে।

তুলা রাশির গৃহসুখের ক্ষেত্রে শুভ হলেও ব্যয় বাড়বে।

বৃশ্চিক রাশির আয়, শরীর-স্বাস্থ্য এবং দাম্পত্যসুখের পক্ষে শুভ।

ধনু রাশির কর্মক্ষেত্র শুভ হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

মকর রাশির সন্তান এবং আয়ের পক্ষে শুভ।

কুম্ভ রাশির গৃহসুখ এবং কর্মক্ষেত্রের পক্ষে শুভ।

মীন রাশির ব্যবসা, স্ত্রীর স্বাস্থ্য এবং দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ।

মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বছরের শেষ দিন পর্যন্ত ফল:

মেষ রাশির আয় এবং দাম্পত্য, অংশীদারি ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

বৃষ রাশির কর্মক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

মিথুন রাশির সন্তান, স্ত্রী এবং পিতার স্বাস্থ্যের উপর শুভ প্রভাব দান করবে।

কর্কট রাশির গৃহ এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ হলেও খরচ বৃদ্ধি পাবে।

সিংহ রাশির সন্তান এবং দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

কন্যা রাশির আয়, গৃহসুখ এবং কর্মক্ষেত্রে শুভ ফল দেবে।

তুলা রাশির শরীর-স্বাস্থ্য এবং সন্তানের পক্ষে শুভ ফল দান করবে।

বৃশ্চিক রাশির গৃহ এবং মাতৃসুখের ক্ষেত্র শুভ হলেও ব্যয় বৃদ্ধি পাবে।

ধনু রাশির শরীর-স্বাস্থ্য, দাম্পত্যসুখ, ব্যবসা এবং আয়ের উপর শুভ প্রভাব দান করবে।

মকর রাশির আয় এবং কর্মক্ষেত্রে বৃহস্পতির শুভ প্রভাব থাকলেও ব্যয় বৃদ্ধি হবে।

কুম্ভ রাশির শরীর-স্বাস্থ্য, সন্তানসুখ এবং আয়ের পক্ষে শুভ ফল দান করবে।

মীন রাশির গৃহ এবং মাতৃসুখ বৃদ্ধি হলেও ব্যয় বৃদ্ধি হবে।

অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ফল:

মেষ রাশির জন্য এই সময়টি খারাপ কাটবে।

বৃষ রাশির আয়ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

মিথুন রাশির কর্মক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

কর্কট রাশির শরীরস্বাস্থ্য এবং সন্তানসুখের ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে।

সিংহ রাশির ব্যয় বৃদ্ধি পাবে।

কন্যা রাশির ব্যবসার পক্ষে শুভ।

তুলা রাশির কর্ম, গৃহসুখ এবং মাতৃসুখের ক্ষেত্রে শুভ।

বৃশ্চিক রাশির সন্তানের পক্ষে শুভ।

ধনু রাশির গৃহসুখ বৃদ্ধি হলেও যেই পরিমাণ আয় হবে, সেই পরিমাণেই ব্যয় হবে।

মকর রাশির শরীর, সন্তানসুখ এবং আয়ের উপর শুভ প্রভাব দান করবে।

কুম্ভ রাশির কর্ম এবং আয়ের পক্ষে শুভ।

মীন রাশির শরীর-স্বাস্থ্য, সন্তান এবং আয়ের উপর শুভ প্রভাব দান করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement