—প্রতীকী ছবি।
২০২৫ হল মঙ্গল গ্রহের প্রভাবের বছর। ২০২৫ কেমন যাবে বা কোন বিষয়ে প্রভাব পড়বে সেটি জানতে মঙ্গল গ্রহের সম্পর্কে জানা প্রয়োজন। সংখ্যাতত্ত্বে এই বিষয়ে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক।
মঙ্গল অগ্নি কারক গ্রহ। উগ্রতা, দ্রুততা, হঠকারিতা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া, অস্ত্র, অস্ত্রোপচার, দুর্ঘটনা, রক্তপাত, ক্রোধ ইত্যাদির উপর মঙ্গলের প্রভাব রয়েছে। গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির উপর প্রভাব দান করে, তেমনই রাষ্ট্রের প্রাকৃতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়, রাজনীতি ইত্যাদির উপরও প্রভাব ফেলে।
মঙ্গলের প্রভাবের কারণে আগামী বছরে স্বাভাবিকের তুলনায় গরম বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে । দেশের অভ্যন্তরে অশান্তি বৃদ্ধি পেতে পারে, রাজনৈতিক মতবিরোধের আশঙ্কা রয়েছে। মঙ্গলের প্রভাবে অহঙ্কার এবং জেদ বৃদ্ধি হওয়ার কারণে দেশের অভ্যন্তরে রাজনৈতিক মতবিরোধ চূড়ান্ত আকার ধারণ করতে পারে। অন্যান্য দেশের সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। জঙ্গি হানার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক ক্ষেত্রে হঠাৎ কোনও অপ্রত্যাশিত বড় সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে এবং শীঘ্রই সেটি কার্যকরও হতে পারে। সিদ্ধান্তটি সুদূরপ্রসারী হতে পারে। রাষ্ট্রীয় সুসিদ্ধান্তের কারণে দেশের গৌরব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধি হতে পারে। স্থাবর সম্পত্তির মূল্য বৃদ্ধির হতে পারে। ওষুধ এবং রাসায়নিক শিল্পে নতুন আবিষ্কার বা উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। অগ্ন্যুৎপাত, বজ্রপাত, অগ্নিকাণ্ড (বিশেষত বিদ্যুতের কারণে) বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে।