বিহিত চাইতে ভবানী ভবনে জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
মঙ্গলবার দিনভর সমাজমাধ্যম উত্তপ্ত। উত্তাপ ছড়িয়েছেন প্রযোজক-অভিনেতা দেবের কিছু ভক্ত, যাঁরা অকথ্য ভাষায় আক্রমণ করেছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। অনুরাগীদের হুমকি, শিবপ্রসাদ আগামী দিনে যেন দেবের সঙ্গে একসঙ্গে ছবিমুক্তি না ঘটান! তাঁর স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন সমাজমাধ্যমেই অত্যন্ত সংযত প্রতিবাদ জানিয়েছেন। পরিচালকের মুখে কুলুপ।
২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিস্ফোরণ ঘটিয়েছেন তাঁরা। খ্যাতনামী দম্পতিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবন থেকে! শেষমেশ নালিশ ঠুকতেই কি সটান গোয়েন্দার শরণ নিলেন তাঁরা? জানতে যোগাযোগ করার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। উভয়েই যথারীতি নীরব। ফোনেও অধরা। খবর, গুরুত্বপূর্ণ কারণেই নাকি ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া। ভবানী ভবন থেকে তাঁদের বেরিয়ে আসার ছবি ইতিমধ্যেই ভাইরাল।
সেই ছবি দেখে নতুন করে সাড়া পড়েছে সমাজমাধ্যমে। চর্চা শুরু টলিউডেও। কেন তাঁরা গোয়েন্দা দফতরে? চর্চায় উঠে এসেছে দুই প্রশ্ন। এক, দেব-ভক্তদের দুষ্টুমি থামাতেই কি পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ? দুই, চলতি বছরে তিনটি ছবি উপহার দেবে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। তার একটি ‘রক্তবীজ ২’। এই ছবি সম্ভবত মুক্তি পেতে পারে পুজোয়। যেখানে পুলিশের মস্ত ভূমিকা রয়েছে। তার জন্যই কি আগাম সৌজন্য সাক্ষাৎ? সবটাই সময় বলবে।