—প্রতীকী ছবি।
লটারির টিকিট কাটতে ইচ্ছা করছে, অথচ ভাবছেন কেটে লাভ হবে কি না? জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, নতুন বছরের শুরুতেই নাকি কিছু কিছু রাশির বেশ ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু এই তালিকায় কোন কোন রাশি আছে সেটা এক বার দেখে নিতে হবে। লটারি কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে তা নয়, তবে এক বার ভাগ্য যাচাই করে দেখাই যায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ০৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে দেখে নিন।
মেষ– এই সপ্তাহে মেষ রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। আপনারা চাইলেই লটারির টিকিট কেটে একবার ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে এগোনো উচিত হবে না। লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে।
মিথুন– এই সপ্তাহের শুরুর দিকে মিথুন রাশির জাতক-জাতিকারা এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন। শেষের দিকে লটারির টিকিট কাটবেন না।
কর্কট– কর্কট রাশির জন্য সপ্তাহের শেষ দিকটা বেশ শুভ রয়েছে। শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন।
সিংহ– গোটা সপ্তাহের যে কোনও সময়ে সিংহ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের হলেও এক বার লটারি কেটে দেখতে পাবেন। শুভ যোগ রয়েছে।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা পুরো সপ্তাহ জুড়েই লটারির টিকিট কাটতে পারেন। লটারি-ভাগ্য ভাল রয়েছে।
তুলা– সপ্তাহের মধ্যভাগটা তুলা রাশির জন্য বেশ শুভ, সেই সময়ে লটারির টিকিট কেটে দেখতে পারেন।
বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্যে বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই। লটারির টিকিট কাটা উচিত হবে না।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, লটারি কেটে বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা নেই।
মকর– মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের মধ্যভাগে লটারির টিকিট কেটে দেখতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অর্থ প্রাপ্তির থেকে খরচ হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। তাই লটারি কাটার আগে ভেবেচিন্তে এগোবেন।
মীন– মীন রাশির জন্য আয়-ব্যয় সমান সমান দেখা যাচ্ছে, আপনারাও ভেবেচিন্তে লটারির টিকিট কাটবেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)