Zakir Hussain

স্মরণে জ়াকির, শহরে অনুষ্ঠিত হবে ‘ধা ফরএভার’, শ্রোতাদের জন্য কী কী চমক থাকছে?

জ়াকির হুসেনের স্মরণে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন। ‘ধা ফরএভার’ শীর্ষক এই অনুষ্ঠানের নেপথ্য ভাবনা জানালেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৫:২৩
Share:

উস্তাদ জ়াকির হুসেন। ছবি: পিটিআই।

গত ডিসেম্বরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উস্তাদ জ়াকির হুসেনের স্মরণে শিল্পীর প্রয়াণের ঠিক এক মাসের মাথায় শহরে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ অনুষ্ঠান। ‘শ্রী রঞ্জনী ফাউন্ডেশন ট্রাস্ট’ আয়োজিত অনুষ্ঠানের নাম ‘ধা ফরএভার’।

Advertisement

সংস্থার শহরে গত ১১ বছর ধরে অনুষ্ঠিত হয় স্বরসম্রাট ফেস্টিভ্যাল। প্রথম বছর থেকেই নিয়মিত উৎসবে আসতেন জ়াকির। সংস্থার তরফে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বললেন, ‘‘৮ নভেম্বর জ়াকিরজির সহকারীর ফোন আসে যে, ওঁর শরীরটা একটু খারাপ হয়েছে। চিকিৎসক পরবর্তী দু’মাসের জন্য সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন। এ বারেও ১৬ ডিসেম্বর আমার সঙ্গে উস্তাদজির বাজানোর কথা ছিল। তা-ও আমি আশা করেছিলাম। কিন্তু সে দিনই তিনি চলে গেলেন।’’

তেজেন্দ্রনারায়ণ জানালেন, প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান। প্রিয় শিল্পী, থুড়ি সতীর্থকে স্মরণ করতে উপস্থিত থাকবেন অনেকেই। অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। জ়াকির হুসেনের স্মৃতিচারণ করবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, স্বপন চৌধুরী, অজয় চক্রবর্তী, কুমার বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সাবির খান, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, বিক্রম ঘোষ এবং তন্ময় বসু। তবলায় তালবাদ্যে শ্রদ্ধার্ঘ্য জানাবেন প্রয়াত শিল্পীর ভাই ফজ়ল কুরেশি এবং যোগেশ শামশি। সারেঙ্গিতে থাকছেন সাবির খান।

Advertisement

তেজেন্দ্রনারায়ণ জানালেন, উপস্থিত শ্রোতাদের জন্য আরও একটি বিশেষ চমকের আয়োজন করেছেন তাঁরা। গত ১১ বছরে ‘স্বরসম্রাট উৎসব’-এ জ়াকিরের তবলা বাদনের নির্বাচিত ক্লিপিংয়ের সমন্বয়ে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে, যা এর আগে প্রকাশ্যে আসেনি। তেজেন্দ্রনারায়ণের কথায়, ‘‘আমার মনে হয়, এই ভিডিয়ো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি তিনি কী ভাবে জীবনকে উদ্‌যাপন করেছেন, সেটাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসবে।’’ আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ধা ফরএভার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement